
একাই লড়াই করলেন শামীম পাটোয়ারি। দলের বাকী ব্যাটাররা একে একে ফিরলেন সাজঘরে। ইনিংসের শেষ পর্যন্ত ক্রিজে থেকে ঝড়ো ব্যাটিং করেছেন শামীম। তবুও ঢাকা ক্যাপিটালসকে জেতাতে পারেননি এই ব্যাটিং অলরাউন্ডার। ৬ রানের জয় পেয়েছে সিলেট টাইটান্স।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৭৩ রান করে সিলেট। দলের পক্ষে আফগান আজমতুল্লাহ ওমরজাই ২৪ বলে ৫০ রানে অপরাজিত থাকেন। ৫ চারের সঙ্গে ৩টি ছক্কা হাঁকান তিনি।
এছাড়া পারভেজ হোসেন ইমন ৩২ বলে করেন ৪৪ রান। দুটি করে চার ও ছক্কা মারেন তিনি। ঢাকা ক্যাপিটালসের পক্ষে সালমান মির্জা নেন ২টি উইকেট।
১৭৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৪৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় ঢাকা। ষষ্ঠ উইকেট জুটিতে সাব্বির আহমেদকে সঙ্গে ৪৬ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন শামীম।
দলীয় ৮৯ রানে ১৯ বলে ২৩ রান করে আউট হন সাব্বির। এরপরও ঝড়ো ব্যাটিং চালিয়ে যান শামীম। তবে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৭ রানে থামে ঢাকা। ৯ চার ও ৩ ছক্কায় ৪৩ বলে ৮১ রানে অপরাজিত থাকেন শামীম। ঢাকার পক্ষে ওমরজাই নেন ৩টি উইকেট।