
ঢাকা টেস্টে দাপট ধরে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে টাইগাররা। জবাবে ২৬৫ রানে গুটিয়ে যায় আয়ারল্যান্ড। এতে ২১১ রানের লিড পায় স্বাগতিকরা।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিংয়ে ভালো শুরু করেছে বাংলাদেশ। দুই ওপেনার মাহমুদুল জয় ও সাদমান ইসলামের ফিফটিতে ৩৭ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৬ রান সংগ্রহ করে তৃতীয় দিন শেষ করেছে বাংলাদেশ। এতেই ৩৬৭ রানের বড় লিড পেয়েছে স্বাগতিকরা।
২১১ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে দলকে উড়ন্ত শুরু এনে দেন দুই টাইগার ওপেনার জয় ও সাদমান। উদ্বোধনী জুটিতে ১১৯ রান যোগ করেন তারা। দুজনেই তুলে নেন ফিফটি।
৯১ বলে ৬০ রান করে আউট হন জয়। এরপর মুমিনুলকে সঙ্গে নিয়ে দিনের বাকী খেলা শেষ করেন সাদমান। মুমিনুল ২১ বলে ১৯ ও সাদমান ১১০ বলে ৬৯ রানে অপরাজিত আছেন। আয়ারল্যান্ডের পক্ষে গ্যাভিন হোয়ে নিয়েছেন ১টি উইকেট।