
কিছুদিন আগেই টম ক্রুজের চতুর্থ বিয়ে নিয়ে হইচই লেগেছিল। শোনা যাচ্ছিল, তিনি কিউবান-স্প্যানিশ অভিনেত্রী আনা দে আরমাসের সঙ্গে মহাকাশে বিয়ে করবেন। কিন্তু, মাত্র নয় মাসের মধ্যেই সেই সম্পর্কের অবসান হলো। আকাশে ক্ষণিকের উল্কার মতো নিভে গেল টমের স্বপ্নের ‘স্পেস ওয়েডিং’।
‘দ্য সান’-এর এক ঘনিষ্ঠ সূত্র জানায়, টম ও আনার মধ্যে এখন আর কোনো প্রেম নেই। একে অপরের প্রতি আকর্ষণ দিন দিন কমতে থাকে, যার ফলে দুজনেই সম্পর্ক শেষ করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের পর ফের একা হলেন টম ক্রুজ।
২৬ বছরের ছোট এই অভিনেত্রীর সঙ্গে টমের সম্পর্ক শুরু হয় যুক্তরাষ্ট্রের ভারমন্টে। এরপর লন্ডন ও মাদ্রিদেও তারা একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায়, এমনকি টমের ব্যক্তিগত হেলিকপ্টার রাইডের ছবি প্রকাশ পায়।
সম্প্রতি তাদের নিয়ে ‘ডিপার’ নামের একটি সুপারন্যাচারাল থ্রিলার ছবির কাজও পরিকল্পিত ছিল। সম্পর্ক ভেঙে যাওয়ায় প্রকল্পটি থেমে গেছে—যদিও ঘনিষ্ঠ সূত্র জানায়, আনা নতুন ছবিতে কাজ শুরু করেছেন এবং পেশাগতভাবে তারা একসঙ্গে কাজ চালিয়ে যাবেন।
টম ক্রুজের জন্য এটি নতুন নয়। এর আগে তিনি কেটি হোমস, নিকোল কিডম্যান ও মিমি রজার্সের সঙ্গে বিবাহিত হয়েছেন। এছাড়া বেন অ্যাফ্লেকের সঙ্গে তার সম্পর্কও প্রায় দশ মাস স্থায়ী হয়েছিল।