
বাংলাদেশের মানুষের ফুটবলপ্রেম যেন আবারও ফিরে এসেছে পুরনো সেই জৌলুসে। বিশেষ করে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা হামজা চৌধুরী জাতীয় দলে যুক্ত হওয়ার পর ফুটবল ঘিরে নতুন করে আগ্রহের ঢেউ উঠেছে। আর সেই আগ্রহের প্রমাণ পাওয়া গেল বাংলাদেশ-হংকং ম্যাচের টিকিট বিক্রি ঘিরে।
আগামী ৯ অক্টোবর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচটি। প্রতিপক্ষ হংকং হলেও উত্তেজনার ঘাটতি নেই ফুটবলভক্তদের মাঝে। আর সে কারণেই টিকিট ছাড়ার ৩০ মিনিটের মধ্যেই শেষ হয়ে গেছে পুরো স্টেডিয়ামের আসন।
রোববার (২৮ সেপ্টেম্বর) অনলাইনে টিকিট ছাড়া হয়। মাত্র ২৪ মিনিটের মধ্যেই সেগুলো বিক্রি হয়ে যায় বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কম্পিটিশনস কমিটির সদস্য তাজওয়ার আওয়াল।
তিনি বলেন, সাধারণ গ্যালারি ও ক্লাব হাউস মিলিয়ে মোট প্রায় ১৯ হাজার টিকিট বিক্রি হয়েছে। কোনো রকম সমস্যা ছাড়াই পুরো প্রক্রিয়া অত্যন্ত স্মুথলি সম্পন্ন হয়েছে। তবে এত দ্রুত টিকিট বিক্রি হওয়ায় অনেকের মনে প্রশ্ন উঠেছে—এতে কি কালোবাজারি বা অনিয়মের সুযোগ তৈরি হয়েছে? তাজওয়ার সে সম্ভাবনা নাকচ করে বলেন, এটা আমাদের জন্য খুশির খবর। কোনো প্রকার জটিলতা ছাড়াই অনলাইন প্রক্রিয়ায় বিক্রি শেষ হয়েছে।
স্মরণ করিয়ে দেওয়া যায়, গত জুনে ঢাকায় অনুষ্ঠিত সিঙ্গাপুর ম্যাচেও টিকিট ‘সোল্ড আউট’ হয়েছিল। তবুও গ্যালারির কিছু আসন ফাঁকা ছিল। এবারও তেমন আশঙ্কা রয়েছে কিনা জানতে চাইলে তাজওয়ার বলেন, সেদিন খেলা শুরুর এক ঘণ্টা আগে গেট বন্ধ করতে হয়েছিল। এবারও ঠিক একই নিয়ম থাকবে। যদি কেউ সময়মতো না আসেন, তাহলে তার আসন খালি থাকতেই পারে।
টিকিট বিক্রির সময় শুধু দেশের ভক্তরাই নন, বিদেশ থেকেও বিপুলসংখ্যক দর্শক টিকিট কেটেছেন। বিশেষ করে জার্মানি থেকে হংকং ম্যাচের বিপক্ষে অনেক টিকিট কেনা হয়েছে বলে জানান তিনি।
বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের ফুটবলে এই উচ্ছ্বাস হামজা চৌধুরী ও শমিত হোসেনদের আগমনের ফল। জাতীয় দলে বিশ্বমানের খেলোয়াড় থাকলে দর্শকের আগ্রহ এমনই থাকে।
সবমিলিয়ে ৯ অক্টোবরের ম্যাচটি ঘিরে তৈরি হয়েছে প্রবল উত্তেজনা। এখন শুধু অপেক্ষা মাঠের লড়াই দেখার।