
আফ্রিকা কাপ অব নেশনসে দুর্দান্ত ছন্দে আছেন ব্রাহিম দিয়াজ। কোয়ার্টার ফাইনালে ক্যামেরুনের বিপক্ষে মরক্কোর ২-০ গোলের জয়ে আবারও গোল করেছেন রিয়াল মাদ্রিদের এই উইঙ্গার। এতে মহাদেশীয় এই প্রতিযোগিতায় টানা পাঁচ ম্যাচে গোল করার বিরল কীর্তি গড়লেন তিনি।
এই রেকর্ডের মাধ্যমে আফ্রিকা কাপ অব নেশনসের ইতিহাসে মরক্কোর হয়ে প্রথম খেলোয়াড় হিসেবে টানা পাঁচ ম্যাচে গোল করলেন দিয়াজ। তার জোড়া সাফল্যে ২০০৪ সালের পর প্রথমবারের মতো টুর্নামেন্টের সেমিফাইনালে জায়গা করে নিল স্বাগতিক মরক্কো।
রাবাতে অনুষ্ঠিত ম্যাচের ২৬ মিনিটে মরক্কোকে এগিয়ে দেন দিয়াজ। বিরতির পর ৭৪ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মিডফিল্ডার ইসমাইল সাইবারি। ম্যাচে মাত্র তিনটি শট অন টার্গেটে রেখে দুটিতেই গোল আদায় করে নেয় মরক্কো।
বিরতির পর ক্যামেরুন একবার পেনাল্টির দাবি তুললেও রেফারি তা নাকচ করে দেন। মরক্কোর বক্সে ফাউলের শিকার হয়েছিলেন ক্যামেরুন তারকা ব্রায়ান এমবেউমো। তবে পুরো ম্যাচে পাঁচবারের আফ্রিকা চ্যাম্পিয়ন ক্যামেরুন মরক্কোর গোলকিপার ইয়াসিন বুনুকে একবারও পরীক্ষা নিতে পারেনি।
ম্যাচ শেষে কিছুটা দুশ্চিন্তায় পড়েন মরক্কো কোচ ওয়ালিদ রেগরাগুই। ৯০ মিনিটে চোট নিয়ে মাঠ ছাড়েন ম্যাচসেরা দিয়াজ।
এই টুর্নামেন্টে এখনো ওপেন প্লে থেকে মরক্কোর জালে কোনো গোল হজম হয়নি। বাংলাদেশ সময় আজ রাতে কোয়ার্টার ফাইনালের আরেক ম্যাচে আলজেরিয়ার মুখোমুখি হবে নাইজেরিয়া। সেই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার রাতে সেমিফাইনালে খেলবে মরক্কো।
অন্যদিকে তাঞ্জিয়ারে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে মালিকে ১-০ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে সেনেগাল। গোলকিপারের ভুলের সুযোগ নিয়ে ২৭ মিনিটে একমাত্র গোলটি করেন ইলিমান এনদিয়ায়ে। ম্যাচের প্রথমার্ধের যোগ করা সময়ে অধিনায়ক ইয়েভেস বিসোউমা দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে মালি ১০ জনে পরিণত হয়।
আগাদিরে আজ রাতে কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আইভরি কোস্টের মুখোমুখি হবে মিসর। ওই ম্যাচের জয়ী দলের বিপক্ষে আগামী বুধবার তাঞ্জিয়ারে সেমিফাইনালে খেলবে সেনেগাল।