
দীর্ঘ ১৬ বছরের অপেক্ষার অবসান অবশেষে মুক্তি পেলেন পিলখানা হত্যাকাণ্ডে অভিযুক্ত বিডিআরের ৯ সাবেক সদস্য। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে তাদের আনুষ্ঠানিকভাবে মুক্তি দেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন।
তিনি জানান, আজ ৯ জনকে মুক্তি দেওয়া হয়েছে, আরও ৪ জনের জামিনের কাগজপত্র যাচাই-বাছাই চলছে। সব কিছু ঠিক থাকলে তারাও মুক্তি পাবেন।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি ৯ জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে কারাগারে এসে পৌঁছায়। পরে যাচাই-বাছাই শেষে ৯ জনকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়।