
মাত্র ১৩ বছর বয়সেই আইপিএলে দল পেয়ে ইতিহাস গড়েছিলেন ভারতের বিস্ময়বালক বৈভব সূর্যবংশী। এরপর ১৪ বছর ৩২ দিন বয়সে সেঞ্চুরি করে হৈ-চৈ ফেলে দেন এই ব্যাটার। আবারও সংবাদের শিরোনাম হয়েছেন ভারতের এই বিস্ময়বালক।
মাত্র ১৪ বছর বয়সেই ভারতের ঐতিহ্যবাহী প্রথম শ্রেণির ক্রিকেট আসর রঞ্জি ট্রফিতে সহ-অধিনায়ক হয়েছেন বৈভব সূর্যবংশী। আসন্ন এই মৌসুমে বিহার রাজ্য দলের হয়ে খেলবেন তিনি। রঞ্জি ট্রফির নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচের স্কোয়াডে অধিনায়ক সাকিবুল গানির সহকারী হিসেবে রাখা হয়েছে বৈভবকে। আগামী ১৫ অক্টোবর থেকে শুরু হচ্ছে রঞ্জি ট্রফির নতুন মৌসুম।
গত এপ্রিলে আইপিএলে ৩৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড বুক ওলট-পালট করে দেন বৈভব। টি-টোয়েন্টি ইতিহাসে যেটি সবচেয়ে কম বয়সে সেঞ্চুরি। আইপিএলে সাত ম্যাচ খেলে ২৫২ রান করেন তিনি।
গত কয়েক মাসে ভারতের অনূর্ধ্ব-১৯ দলের হয়ে বিভিন্ন সিরিজে ব্যস্ত সময় পার করেছেন বৈভব। মূলত এই অল্প বয়সেই আগ্রাসী ব্যাটিংয়ের কারণে বিশ্ব ক্রিকেটে পরিচিতি পেয়েছেন তিনি। জুলাইয়ে ইংল্যান্ড সফরে ৭৮ বলে ১৪৩ রানের ইনিংসের পথে গড়েছেন যুব ওয়ানডে ইতিহাসের দ্রুততম শতরানের কীর্তি। ওই সিরিজে পাঁচ ম্যাচে ৩৫৫ রান করেন তিনি ১৭৪ স্ট্রাইক রেটে।
প্রথম শ্রেণির ক্রিকেটে তার পথচলা শুরু হয় গত বছরের জানুয়ারিতে বিহারের হয়ে মাত্র ১২ বছর ২৮৪ দিন বয়সে। তবে এখানে ভালো কিছু করতে পারেননি এখনও। পাঁচ ম্যাচে রান করেছেন মোট ১০০, সর্বোচ্চ ইনিংসটি ৪১ রানের। অবশ্য ভারতের অনূর্ধ্ব-১৯ দলে ব্যস্ততার কারণে প্রথম শ্রেণির ক্রিকেটে টানা সেভাবে খেলতে পারেননি।