
ভারত-পাকিস্তানের ম্যাচ মাঠে গড়ানোর আগেই ছিল উত্তেজনায় ঠাঁসা। তবে মাঠের লড়াইয়ে ছিল না সেই উত্তেজনা। একপেশে ম্যাচ হেসেখেলেই জিতেছে পাকিস্তান। তবে ম্যাচ শেষে পাক ক্রিকেটারদের সঙ্গে হ্যান্ডশেক করেননি ভারতের ক্রিকেটাররা। যা নিয়ে চলছে আলোচনা-সমালোচনা।
ম্যাচ শেষে পাকিস্তান অধিনায়ক সালমান আগাসহ অন্য খেলোয়াড়রা হ্যান্ডশেক করতে চাইলেও ভারতীয় খেলোয়াড়রা তা করেননি। ৭ উইকেটে জয়ের পর সূর্যকুমার যাদব ও শিভম দুবে মাঠ ছেড়ে সোজা ড্রেসিংরুমে চলে যান। এরপর ভারতীয় ড্রেসিংরুমের দরজা বন্ধ করে দেওয়া হয়।
এ ঘটনায় আনুষ্ঠানিকভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) অভিযোগ জানিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক প্রতিবেদনে এমনটা জানিয়েছে, ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।
‘হিন্দুস্তান টাইমস’ জানিয়েছে, পাকিস্তান ক্রিকেট দলের ম্যানেজার নাভিদ আকরাম চিমা আনুষ্ঠানিকভাবে ভারতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। তাদের মতে, ভারত যা করেছে তা খেলোয়াড়ি মানসিকতার পরিপন্থী। এই ঘটনা ভালোভাবে নিচ্ছে না পিসিবি।
ভারতীয় ক্রিকেটারদের হ্যান্ডশেক না করায় আঙ্গুল উঠছে রেফারি অ্যান্ডি পাইক্রফটের দিকে। গুঞ্জন রয়েছে, দু’দলের অধিনায়ক ও ক্রিকেটারদের হাত মেলাতে তিনিই নিষেধ করেছেন।