
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩-০ ব্যবধানে জিতে ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ওঠার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্ত গতকাল সেই সুযোগ হাতছাড়া করল টাইগাররা।
সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সুপার ওভারে হেরে গেল বাংলাদেশ। ফলে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে ৯ নম্বরে ওঠার সুবর্ণ সুযোগ হাতছাড়া হলো মেহেদী হাসান মিরাজদের। সিরিজ এখন ১-১ সমতায়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুপুর দেড়টায় সিরিজের তৃতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। এই ম্যাচে ফল যাই হোক না কেন, বাংলাদেশ বা ওয়েস্ট ইন্ডিজ উভয়ের র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসবে না। বর্তমানে আইসিসি ওয়ানডে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পয়েন্ট ৭৪, আর ওয়েস্ট ইন্ডিজের ৮০।
২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলতে হলে বাংলাদেশের লক্ষ্য হলো সেরা ৯-এ থাকা। এই সময়সীমা ২০২৭ সালের ৩১ মার্চ পর্যন্ত। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় ওয়ানডেসহ ২০২৬ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশ আইসিসির ভবিষ্যৎ সফরসূচি (এফটিপি) অনুযায়ী কমপক্ষে ২১টি ওয়ানডে খেলার সুযোগ পাচ্ছে।