
ব্রাজিলিয়ান মিডফিল্ডার অস্কার বর্তমানে শারীরিক সমস্যার কারণে হাসপাতালে ভর্তি রয়েছেন। ক্লাব সাও পাওলো জানিয়েছে, ৩৪ বছর বয়সী এই তারকা হৃদ্রোগজনিত সমস্যার কারণে চিকিৎসকের তত্ত্বাবধানে আছেন।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, এই অসুস্থতার কারণে তিনি এবার ফুটবল থেকে অবসর নেওয়ার কথাও ভাবছেন। সাম্প্রতিক চোট ও ধারাবাহিক স্বাস্থ্য ঝুকি এটিকে আরও গুরুত্বপূর্ণ করে তুলেছে।
ঘটনার সময় অস্কার বাররা ফুন্ডা ট্রেনিং সেন্টারে এক্সারসাইজ বাইকে ফিটনেস পরীক্ষা দিচ্ছিলেন। হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে আলবার্ট আইনস্টাইন হাসপাতালে নেওয়া হয়। জরুরি চিকিৎসার পর তার অবস্থা স্থিতিশীল হলেও চিকিৎসকরা আরও পরীক্ষা–নিরীক্ষা করছেন। ক্লাব জানিয়েছে, “খেলোয়াড়ের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান রেখে চিকিৎসা সংক্রান্ত তথ্য অস্কারের সম্মতিতে প্রকাশ করা হবে।
চেলসি এই সাবেক মিডফিল্ডারের ফিটনেস সমস্যা নতুন নয়। গত জুলাইয়ে কোমরের হাড়ে ফাটল ও পায়ের একাধিক চোটের কারণে তিনি প্রায় পুরো সিজন খেলতে পারেননি। চলতি বছরের মধ্যে মাত্র ২১টি ম্যাচে অংশ নিয়েছেন। এই চোট ও অসুস্থতা তার ক্লাব এবং আন্তর্জাতিক ক্যারিয়ারের ধারাবাহিকতা ব্যাহত করেছে।
সাও পাওলোর এই মিডফিল্ডার চেলসি ও শাংহাই পোর্টে সফল সময় কাটিয়ে ২০২৪ সালের ডিসেম্বরে তিন বছরের চুক্তিতে শৈশবের ক্লাব তে ফিরেছেন। ব্রাজিল জাতীয় দলের হয়ে ২০১১ থেকে ২০১৫ পর্যন্ত ৪৮টি ম্যাচে খেলেছেন। বিশেষ করে ২০১৪ সালের বিশ্বকাপের সেমিফাইনালে জার্মানির বিপক্ষে ব্রাজিলের ৭–১ গোলের হারে দলের একমাত্র গোলটি করেছেন।
ফুটবল বিশ্লেষকরা বলছেন, ধারাবাহিক চোট এবং সাম্প্রতিক অসুস্থতা অস্কারের ক্যারিয়ারের শেষ অধ্যায়কে প্রভাবিত করতে পারে। ক্লাব ও চিকিৎসকরা সতর্কভাবে সিদ্ধান্ত নেওয়ার পরামর্শ দিচ্ছেন। সাও পাওলো ক্লাব জানিয়েছে, খেলোয়াড়ের স্বাস্থ্যই সর্বাধিক গুরুত্বপূর্ণ।
ব্রাজিলের হয়ে ১২ গোল করেছেন অস্কার। গত ফেব্রুয়ারিতে বিশ্বকাপ বাছাইয়ে ৫২ সদস্যের প্রাথমিক দলে অন্তর্ভুক্ত করা হয়েছিল অস্কারকে। পরে অবশ্য চূড়ান্ত ২৩ জনের দলে জায়গা পাননি তিনি।