
আয়ারল্যান্ডের বিপক্ষে চলমান ঢাকা টেস্টটি মুশফিকুর রহিমের সাদা পোশাকের ক্রিকেটে শততম ম্যাচ। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে একশো টেস্ট খেলার কৃর্তি গড়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। শততম টেস্টকে সামনে রেখে মুশফিককে শুভেচ্ছা জানিয়েছিলেন ইংল্যান্ডপ্রবাসী বাংলাদেশি ফুটবলার হামজা চৌধুরী। দেশের ফুটবলের সবচেয়ে বড় তারকার কাছে থেকে শুভেচ্ছাবার্তা পেয়ে অবাক বনে গেছেন মুশফিক।
মুশফিকের ১০০ টেস্টকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও বার্তায় হামজা বলেন, ‘আসসালামু আলাইকুম মুশফিক ভাই, আমাদের দেশের বড় একজন কিংবদন্তি আপনি। আপনাকে নিয়ে গর্ববোধ করি। আপনার ১০০ তম টেস্টের জন্য অভিনন্দন। ইনশাআল্লাহ আগামীকাল সেরাটা হবে।’

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ঢাকা টেস্টে দ্বিতীয় দিন শেষে সংবাদ সম্মেলনে আসেন মুশফিক। হামজার কাছে থেকে পাওয়া শুভেচ্ছাবার্তা প্রসঙ্গে অভিজ্ঞ এই ক্রিকেটার বলেন, ‘হ্যাঁ রাতে, মানে আজ সকালে শুনেছি। পরে আমি আমার ম্যানেজারের মোবাইল থেকে দেখেছি। তো আমি সত্যিই অবাক হয়েছি এবং এটা দেখে খুশি হয়েছি। আশা করছি যদি সামনাসামনি দেখা হয় কখনো, ইনশাআল্লাহ অবশ্যই হবে, আমি তখন ধন্যবাদ জানাবো।’
নিজের শততম টেস্ট সেঞ্চুরি দিয়ে রাঙিয়েছেন মুশফিক। এতে বিশ্বের ১১তম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরির মাইলফলক স্পর্শ করেন তিনি। আউট হওয়ার আগে ২১৪ বলে ১০৬ রান করেন মুশফিক।