
দেশের ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় পোস্টার বয় হামজা চৌধুরী। জাতীয় দল কিংবা ক্লাব ফুটবল, হামজা মানেই সমর্থক মহলে বাড়তি উন্মাদনা। লাল-সবুজের জার্সি গায়ে জড়ানোর পর হামজা যেন ‘ওয়ান ম্যান আর্মি।’
গেল বৃহস্পতিবার নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজার বাইসাইকেল গোল তর্ক-সাপেক্ষে দেশের ফুটবলের অন্যতম সেরা গোল। দেশের ফুটবল তো বটেই হামজার ক্লাব লেস্টার সিটি ও ফিফা সেই গোলের ছবি নিজেদের অফিশিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছে। ১৮ তারিখ এশিয়ান কাপ বাছাইপর্বের শেষ ম্যাচে জাতীয় স্টেডিয়ামে ভারতের বিপক্ষে মাঠে নামবে হামজা-জামাল-সামিত সোমরা। তার আগে প্রস্তুতি সারছে বাংলাদেশ দল।
গতকাল জাতীয় স্টেডিয়ামে দেশের সংবাদমাধ্যম কর্মীদের পাশে দাঁড়িয়ে হামজার অনুশীলনও শুট করছিলেন দুই জন ভিনদেশি। তাদের দেখে হামজাও তাদের সঙ্গে কুশলবিনিময় করেন। সেই দুই জনের সঙ্গে কথা বলে জানা যায়, দুই জনই হামজার ক্লাব লেস্টার সিটিতে এসেছেন।
একজনের নাম ড্যানিয়েল টার্গেট, যিনি লেস্টার সিটির অফিশিয়াল ভিডিওগ্রাফার এবং অন্যজন জ্যা ম্যান যিনি লেস্টার সিটির নিরাপত্তা কর্মকর্তা। তারা মূলত বাংলাদেশের হামজার জনপ্রিয়তা দেখে তার ওপর ডকুমেন্টারি করতে এসেছেন। টার্গেট বলেন, ‘আমরা হামজার ওপর ডকুমেন্টারি করতে বাংলাদেশে এসেছি। ইংল্যান্ডে হামজাকে নিয়ে শুট করেছি। আমরা বাংলাদেশে চার দিন থাকব। ভারত ম্যাচের পরের দিনই ফিরে যাব। মাসখানেক পর লেস্টারের ইউটিউব চ্যানেলে তা প্রকাশ করা হবে।’
তবে সময় স্বল্পতার কারণে হামজার গ্রামের বাড়ি সিলেটে যাবেন না তারা। শুধু হামজা নয়, লেস্টারে খেলা প্রায় সব খেলোয়াড়কে নিয়ে ডকুমেন্টারি তৈরি করছে লেস্টার সিটি। ডকুমেন্টারির প্রথম পর্ব লেস্টারে শুট করা হয়েছে। এবার বাংলাদেশে হামজাকে নিয়ে বাকি অংশ শুট করা হবে। ‘আসলে হামজা এবং লেস্টার প্রায় সমার্থক। তার বেড়ে ওঠা লেস্টারে এবং লেস্টারে তিনি সবার প্রিয়, আবার বাংলাদেশেও তার বিশাল জনপ্রিয়তা। হামজার মুখে শুনেছি আগে, আজ দেশে এসে এত মিডিয়ার উপস্থিতি এবং চার মিনিটে টিকিট বিক্রির ঘটনা শুনে বেশ বিস্মিত হয়েছি।’