
বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। তবে নিয়মিত একাদশে সুযোগ পান না তিনি। ফলে কখনও তপু বর্মন বা সোহেল রানার কাছে যায় নেতৃত্বের ভার। কিছু দিনে আগে হামজাকে অধিনায়কত্ব দেওয়ার কথা বলেছিলেন জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হক। এবার হামজাকে অধিনায়ক হিসেবে দেখতে চান বলে জানিয়েছেন জাতীয় দলের কোচ হ্যাভিয়ের কাবরেরা।
জাতীয় দলের কোচ বলেন, ‘আমি দেখেছি হামজা মাঠ ও মাঠের বাইরে সতীর্থদের দিক নির্দেশনা দেয় এটা খুবই ভালো একটি দিক। হামজা ক্যাপ্টেন হলে ক্যাপ্টেন্সির লাইনটা আরও সমৃদ্ধ হবে। অবশ্যই হামজাকে আমি অধিনায়ক হিসেবে দেখতে চাই।’

হামজার সতীর্থদেরও হামজাকে অধিনায়ক হিসেবে পেতে আপত্তি নেই। মিডফিল্ডার সোহেল রানা বলেন, ‘যেই ক্যাপ্টেন হোক, সে দেশকেই প্রতিনিধিত্ব করবে। টিমের ভালোর জন্য কাজ করবে। তো আমরা মনে করি হামজা ক্যাপ্টেন হলে আমার বা আমাদের দলের কারো কোনো সমস্যা নাই।’
এর আগে হামজাকে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দেখতে চান জানিয়ে আমিনুল হক বলেছিলেন, ‘হামজার মতো একজন ফুটবলার যদি অধিনায়কত্ব করে তাহলে বাংলাদেশ দল অনেকটাই নির্ভার হবে। তার নেতৃত্ব দেওয়ার গুণাগুণ রয়েছে। তিনি লেস্টার সিটি ক্লাবে অধিনায়কত্ব করেছেন।’

দেশের ফুটবলের এখন পোস্টারবয় হামজা। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা এই তারকা দেশের হয়ে এখন পর্যন্ত ৪টি ম্যাচ খেলে ২টি গোলও করেছেন। ইংলিশ ক্লাব লেস্টার সিটির হয়ে অধিনায়কত্ব করতে দেখা গেছে তাকে।