
ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার (ডিজিএ) নতুন সভাপতি নির্বাচিত হলেন অস্কারজয়ী পরিচালক ক্রিস্টোফার নোলান। এমন এক মুহূর্তে তিনি এই দায়িত্ব পেয়েছেন, যখন হলিউডের প্রধান স্টুডিওগুলোর সঙ্গে আলোচনায় বসার প্রস্তুতি শুরু করেছে নির্মাতাদের সংগঠনটি।
বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম দ্য হলিউড রিপোর্টার জানিয়েছে, শনিবার (২০ সেপ্টেম্বর) সংগঠনটির দ্বিবার্ষিক জাতীয় সম্মেলনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন নোলান। বিদায়ী সভাপতি লেসলি লিঙ্কা গ্ল্যাটারের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।
১৯ হাজারেরও বেশি সদস্যের এই সংগঠনের নেতৃত্ব পাওয়ার পর ‘দ্য ডার্ক নাইট’ খ্যাত নোলান বলেন, ‘ডিরেক্টরস গিল্ড অব আমেরিকার সভাপতি হিসেবে নির্বাচিত হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম সেরা সম্মান। আমাদের শিল্পে এখন বড় ধরনের পরিবর্তন আসছে, আর এই দায়িত্ব আমার ওপর অর্পণ করার জন্য সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। বিদায়ী সভাপতি গ্ল্যাটারের নেতৃত্বকেও ধন্যবাদ জানাই এবং নতুন বোর্ডের সঙ্গে কাজ করে সদস্যদের জন্য সৃজনশীল ও অর্থনৈতিক সুরক্ষা নিশ্চিত করতে চাই।’
২০০১ সাল থেকে ডিজিএ’র সদস্য নোলান। বিগত এক দশকে তিনি সংগঠনটির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি সংগঠনের থিয়েট্রিক্যাল ক্রিয়েটিভ রাইটস কমিটি এবং কৃত্রিম বুদ্ধিমত্তা কমিটির প্রধান হিসেবে কাজ করছেন।
একই সম্মেলনে নির্মাতা লরা বেলসি (ন্যাশনাল ভাইস প্রেসিডেন্ট), প্যারিস বার্কলে (সেক্রেটারি-ট্রেজারার), জয়স থমাস (অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি-ট্রেজারার), টড হোল্যান্ড (ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট), রন হাওয়ার্ড (সেকেন্ড ভাইস প্রেসিডেন্ট) ও জিনা প্রিন্স-বাইথউড (থার্ড ভাইস প্রেসিডেন্ট) নির্বাচিত হয়েছেন।
জানা যায়, আগামী বছর হলিউডের বিভিন্ন স্টুডিও ও স্ট্রিমিং প্ল্যাটফর্মের সঙ্গে নতুন চুক্তির বিষয়ে আলোচনায় বসবে ডিজিএ।
এক বিবৃতিতে নোলানকে অভিনন্দন জানিয়ে অ্যালায়েন্স অব মোশন পিকচার অ্যান্ড টেলিভিশন প্রোডিউসারস (এএমপিটিপি) বলেছে, ‘আমরা প্রেসিডেন্ট নোলানের সঙ্গে একসঙ্গে কাজ করার অপেক্ষায় আছি, যাতে ডিজিএ সদস্যদের গুরুত্বপূর্ণ স্বার্থ রক্ষা করা যায় এবং একইসঙ্গে আমাদের প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতামূলক রাখা যায়।’