
বয়সভিত্তিক ফুটবলে সাম্প্রতিক ব্যর্থতার পর অবশেষে দারুণ সূচনা করল ব্রাজিল। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেই হন্ডুরাসের বিপক্ষে গোলের বন্যা বইয়ে দিয়েছে সেলেসাও কিশোররা। মঙ্গলবার (৪ নভেম্বর) কাতারের দোহায় অ্যাস্পায়ার জোন – পিচ ৩ তে অনুষ্ঠিত ম্যাচে হন্ডুরাসকে ৭-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে ব্রাজিল।
ব্রাজিলের লিড পেতে অপেক্ষা করতে হয়েছে মাত্র ৯ মিনিট। গোল করে সেলেসাওদের এগিয়ে দেন রুয়ান। ৬ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন ডেল। ১৯ মিনিটে গোল করে ব্যবধান ৩-০ করেন মোরাইস। আর প্রথমার্ধের যোগ করা সময়ের চতুর্থ মিনিটে দলের চতুর্থ আর ব্যক্তিগত দ্বিতীয় গোলটি করেন ডেল। ৪ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ব্রাজিল।
দ্বিতীয়ার্ধেও থামেনি ব্রাজিলের গোল মেশিন। ৫৯ মিনিটে হুগোর গোলে ব্যবধান বাড়ে ৫-০ তে। এরপর ৭৪ মিনিটে অ্যাঞ্জেলো ও ম্যাচের ৯০তম মিনিটে মেক গোল করলে পূর্ণ হয় ব্রাজিলের গোল উৎসব।
পুরো ম্যাচে আক্রমণের ঝড় তোলে তরুণ সেলেসাওরা। বল দখলে ও পাস বিনিময়ে হন্ডুরাসকে পুরোপুরি ছায়া বানিয়ে রাখে তারা। দলের পারফরম্যান্সে উচ্ছ্বসিত কোচ জানান, এই দলটিই ভবিষ্যতের ব্রাজিল ফুটবলের প্রতীক— তারা আক্রমণাত্মক, সৃজনশীল ও জয়মুখী।
ব্রাজিল জয় পেলেও পা হড়কেছে বর্তমান চ্যাম্পিয়ন জার্মানির। কলম্বিয়ার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।