
আগামী ৯ অক্টোবর ঢাকায় এশিয়ান কাপ ফুটবল বাছাইয়ে বাংলাদেশের ম্যাচ হংকংয়ের বিপক্ষে। আর তিন দিন বাকি। কেমন হয়েছে অনুশীলন। কোচ হ্যাভিয়ের কাবরেরা খুশি। ‘অনুশীলন খুব ভালো চলছে। আমি খুবই খুশি, সব ঠিকঠাক চলছে, আরও চারটি অনুশীলন সেশন বাকি আছে। বড় চ্যালেঞ্জের জন্য পুরোপুরি প্রস্তুত হওয়ার সময় এটা।’
সুমন আর ইব্রাহিম দুজনই থাকতে পারছেন না জাতীয় দলে। কোচ স্বীকার করে নিয়েছেন তারিক কাজী, তপু বর্মন এবং আল আমিনের চোট ছিল। ‘আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যেন সুমন ও ইব্রাহিম সময়মতো চোট কাটিয়ে ওঠে, কিন্তু সেটা সম্ভব হয়নি। তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে এবং ক্লাবে ফিরে গেছেন তারা।’ ‘তারিক কাজী, তপু বর্মন ও আল আমিনের ব্যাপারে কোচ আশাবাদী। তারিক আর আল আমিন অনুশীলনে ফিরছেন। আশা করি তপুও খুব শিগগিরই ফিরবেন, বললেন কোচ।

হংকংয়ের বিপক্ষে জিততে চান, কথাটা খেলোয়াড়রাও বলেছেন। গতকাল কোচও একই কথা বলেছেন। ‘এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ। নিজেদের মাঠে খেলে তিন পয়েন্ট পাওয়ার। আমরা শেষ পর্যন্ত লড়াই করতে চাই। যারা এখন দলে আছে, তাদের সবার কাছে এটাই মূল লক্ষ্য, তেমনি হামজা ও সামিতের জন্যও। হামজা আজ সকালেই আসছেন, সব ঠিক থাকলে তিনটি অনুশীলন সেশন করবে আমাদের সঙ্গে। সোমিতের ক্ষেত্রে বিষয়টা একটু কঠিন। সে এক দিন পর আসবে, শুধু ম্যাচের আগের দিনই অনুশীলন করতে পারবে। তাই তার অবস্থা বুঝে সিদ্ধান্ত নেওয়া হবে’- বললেন হ্যাভিয়ের কাবরেরা। প্রতিপক্ষ হংকং শক্তিশালী দল। বাংলাদেশ ম্যাচ জেতার আশা করছে। এটা কঠিন কিনা।
কাবরেরা বলেন, ‘আমাদের বিশ্বাস সবচেয়ে বেশি। আমরা পুরোপুরি আশাবাদী যে, তিন পয়েন্ট নিতে পারব। হংকং খুবই শক্তিশালী দল, শারীরিকভাবে কঠিন প্রতিপক্ষ। অবশ্যই তাদের বিপক্ষে আমরা ভুগব। তবে আমাদের সঠিক মানসিকতা নিয়ে মাঠে নামতে হবে। একে অন্যের জন্য ত্যাগ স্বীকার করতে হবে। যদি আমরা একতাবদ্ধ থাকি, আগের মতো পারফর্ম করতে পারি, আমাদের বিশ্বাস আমরা লক্ষ্য অর্জন করতে পারব।’

কোচ খোঁজ নিয়েছেন, হংকংয়েও বিভিন্ন দেশের বংশোদ্ভূত ফুটবলার রয়েছে। অনেকে চাইনিজ সুপার লিগেও খেলে। কোচ চাইছেন ১০ জুন ঢাকায় সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটায় যেসব ভুল হয়েছিল, সেগুলো কাটিয়ে উঠতে। ‘সিঙ্গাপুরের বিপক্ষে অনেক কিছুই ভালো ছিল, কিন্তু কিছু মুহূর্তে আমরা পিছিয়ে গিয়েছিলাম। সেখানে কীভাবে উন্নতি করা যায়, কীভাবে আরও ধারাবাহিক হওয়া যায় এবং অবশ্যই কীভাবে আরও গোল করা যায়, সেটা নিয়ে কাজ হচ্ছে। আমরা তিন পয়েন্ট পেতে কাজ করছি।’