
নির্ধারিত সময়মতো কানাডা থেকে ফিরে জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়েছেন মিডফিল্ডার শমিত সোম। টিম হোটেলে উঠেই তিনি জানিয়েছেন, হংকং ও চায়নার বিপক্ষে ম্যাচে ভালো কিছু করার প্রত্যাশা তার।
এশিয়ান কাপের তৃতীয় রাউন্ডের বাছাইয়ে বৃহস্পতিবার জাতীয় স্টেডিয়ামে হংকংয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। সেই ম্যাচ সামনে রেখেই মঙ্গলবার দলের সঙ্গে যোগ দেন কানাডিয়ান লিগে খেলা শোমিত।
হংকংয়ের বিপক্ষে জয় পেতে আশাবাদী এই প্রবাসী ফুটবলার। যদিও এখনো বাছাই পর্বে কোনো জয় পায়নি বাংলাদেশ।
শমিত বলেন, ‘আমি আশাবাদী যে আমরা ভালো খেলতে পারব। প্রতিপক্ষ শক্তিশালী, তবে আমরা দুই ম্যাচেই জয় পেতে পারি। দেখা যাক কী হয়।’ নিজের প্রস্তুতি নিয়ে তিনি যোগ করেন, “আমার বিশ্বাস প্রস্তুতি দারুণ হবে। আমি খুবই রোমাঞ্চিত। আশা করি স্টেডিয়ামে দেখা হবে। ইনজুরি নিয়ে এখন কোনো সমস্যা নেই, পুরোপুরি ফিট আছি।”