
এএফসি এশিয়ান কাপ বাছাই পর্বের ফিরতি ম্যাচে হংকংয়ের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। মঙ্গলবার (১৪ অক্টোবর) কাই তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬ টায় শুরু হবে ম্যাচটি। তবে এই ম্যাচের আগে হংকংয়ের অসহযোগিতার কারণে বাংলাদেশ দলকে মাঠসহ নানা বিড়ম্বনায় পড়তে হয়েছে।
আন্তর্জাতিক নিয়ম অনুযায়ী ৪৮ ঘণ্টা আগে সফরকারী দলকে মাঠ ও অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করা স্বাগতিক দেশের দায়িত্ব। সেই হিসেবে ১২ অক্টোবর বাংলাদেশ দলের ভালো মাঠ পাওয়া উচিত ছিল। তবে সেটাও পায়নি জামাল-হামজারা।

হংকংয়ের এমন অসহযোগিতার জবাব বাংলাদেশের ফুটবলাররা মাঠেই দেবে বলে জানিয়েছেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। আজ (মঙ্গলবার) কমলাপুর ও বাফুফে ভবনের টার্ফ উদ্বোধনের পর এ কথা জানিয়েছেন বাফুফে সভাপতি।
হংকংয়ের এমন অসহযোগিতা নিয়ে বাংলাদেশ দল আনুষ্ঠানিকভাবে এশিয়ান ফুটবল কনফেডারেশনকে (এএফসি) অভিযোগ করবে কিনা এমন প্রশ্নের উত্তরে বাফুফে সভাপতি বলেন, ‘স্বাগতিক দেশ যে আচরণ করছে সেটা নিয়ে মন্তব্য করবো না। কারণ এএফসি স্ট্যান্ডার্ডে তারাও আমার কলিগ। তবে স্বাগতিক দেশ আমাদের খেলোয়াড়দের বিরুদ্ধে যে অবস্থান বা আচরণ করেছে সেটার জবাব দিতে হবে আজকের খেলা জিতে অন্য কোনো অভিযোগ না করে।’

তাবিথ আউয়াল আরও বলেন, ‘হংকংয়ে এ রকম পরিস্থিতিতে পড়তে পারি এটা কিন্তু আমাদের ম্যানেজার দেশ ছাড়ার সময় বলেছিলেন। ভারতের শিলংয়েও আমরা সহযোগিতা পাইনি। এটার জবাব একটাই মাঠে জয়। আশা করি আমরা আজ জিতবো। খেলোয়াড়রা মানসিকভাবে শক্ত রয়েছে। আমরা জিতে দেখিয়ে দিতে চাই এসব অপকৌশল করে লাভ হবে না।’