
বিশ্ববাজারে স্বর্ণের নজিরবিহীন দাম বৃদ্ধির পর এবার রুপার দামও রেকর্ড পরিমাণ বেড়ে সর্বকালের সর্বোচ্চ উচ্চতায় পৌঁছেছে।
বুধবার (৮ অক্টোবর) প্রতি আউন্স স্বর্ণের দাম চার হাজার ডলার অতিক্রম করার পর একই দিনে রুপারও নতুন দাম রেকর্ড করা হয়। গ্রিনিচ মান সময় বিকেল ৪টা ১১ মিনিট পর্যন্ত স্পট সিলভারের দাম ৪৯ দশমিক ৫৪ ডলার রেকর্ড করা হয়, যা আগের তুলনায় তিন দশমিক পাঁচ শতাংশ পর্যন্ত বেড়েছে।
এই রেকর্ড মূল্যবৃদ্ধির পেছনে মূল কারণ হলো, বিনিয়োগকারীদের অর্থনৈতিক ও রাজনৈতিক অনিশ্চয়তা থেকে নিরাপদ বিনিয়োগের দিকে ক্রমবর্ধমান ঝোঁক। একইসঙ্গে মার্কিন ফেডারেল রিজার্ভের ভবিষ্যৎ সুদের হার কমানোর প্রত্যাশাও এই দাম বাড়ার পেছনে কাজ করেছে।
বর্তমানে স্পট মার্কেটে স্বর্ণের দাম প্রতি ভরিতে ৪ হাজার ২ ডলারে পৌঁছেছে এবং আগামী ডেলিভারির জন্য স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৪ হাজার ২৫ ডলারে। গত বছর স্বর্ণের দাম ২৭ শতাংশ বেড়েছিল এবং চলতি বছরে ইতোমধ্যে সেটি ৫২ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পেয়েছে।