
দেশের স্বর্ণবাজারে আবারও বড় ধাক্কা লেগেছে। একের পর এক দফায় দাম বাড়ার ধারাবাহিকতায় এবার অতীতের সব রেকর্ড ভেঙে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে স্বর্ণের দাম। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) দাম এক লাফে ৪ হাজার ১৯৯ টাকা বাড়ানো হয়েছে। ফলে এক ভরি স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ৮৭৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
মঙ্গলবার (২০ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর হচ্ছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার প্রেক্ষিতে এই মূল্য সমন্বয় করা হয়েছে।
বাজুস সূত্র জানায়, গতকাল সোমবার (১৯ জানুয়ারি) বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির বৈঠকে স্বর্ণের দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়। পরে কমিটির চেয়ারম্যান ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীনের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে চলতি মাসে একাধিক দফায় স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। ১৫ জানুয়ারি ভালো মানের এক ভরি স্বর্ণের দাম বাড়ে ২ হাজার ৬২৫ টাকা। তার আগে ১৩ জানুয়ারি ৪ হাজার ১৯৯ টাকা এবং ১১ জানুয়ারি ১ হাজার ৫০ টাকা বাড়ানো হয়। সব মিলিয়ে চার দফায় এক ভরি ভালো মানের স্বর্ণের দাম বেড়েছে মোট ১২ হাজার ৭৩ টাকা।
এর ফলে অতীতের সর্বোচ্চ দামের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড তৈরি হয়েছে। এতদিন ভালো মানের এক ভরি স্বর্ণের সর্বোচ্চ দাম ছিল ২ লাখ ৩৪ হাজার ৬৮০ টাকা, যা নির্ধারণ করা হয়েছিল গত ১৫ জানুয়ারি। মাত্র পাঁচ দিনের ব্যবধানে সেই রেকর্ড ভেঙে নতুন উচ্চতায় পৌঁছাল স্বর্ণের দাম।
নতুন মূল্যতালিকা অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৪ হাজার ২৪ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ৩১ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ৪৪১ টাকা বাড়িয়ে দাঁড়িয়েছে ১ লাখ ৯৫ হাজার ৪৩০ টাকা। এছাড়া সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ৯১৬ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৬০ হাজার ১৪৭ টাকা।
স্বর্ণের দাম বাড়লেও রুপার দামে তুলনামূলক কম পরিবর্তন এসেছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ২৯১ টাকা বাড়িয়ে ৬ হাজার ২৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। ২১ ক্যারেটের রুপা প্রতি ভরি ২৩৪ টাকা বাড়িয়ে ৫ হাজার ৯৪৯ টাকা, ১৮ ক্যারেটের রুপা ২৩৩ টাকা বাড়িয়ে ৫ হাজার ১৩২ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ১৭৫ টাকা বাড়িয়ে ৩ হাজার ৮৪৯ টাকা নির্ধারণ করা হয়েছে।