
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ স্থগিত করেছিল বিসিবি। সেই দুই ম্যাচের সূচি ঘোষণা করা হয়েছে। বুধবার (৩১ ডিসেম্বর) বিকেল ৩টায় দিনের প্রথম ম্যাচ এবং পরেরটি হবে রাত ৮টায়।
পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী– আজ দিনের প্রথম ম্যাচ হওয়ার কথা ছিল দুপুর ১টায়। সিলেট টাইটান্স ও চট্টগ্রাম রয়্যালসের এই ম্যাচটি বুধবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। আর আজ সন্ধ্যা ৬টায় মুখোমুখি হওয়ার কথা ছিল রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালসের। এই ম্যাচটি হবে বুধবার রাত ৮টায়।
পূর্বনির্ধারিত সূচি অনুসারে বুধবার খেলা ছিল না। উদ্ভূত পরিস্থিতির পর সিলেট পর্বে আগামী তিনদিন টানা ম্যাচ রয়েছে। আজকের নির্ধারিত ম্যাচ দেখতে যারা টিকিট কেটেছেন, ওই টিকিটেই কাল তারা খেলা দেখতে পারবেন।
এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিজ্ঞপ্তিতে জানায়, খালেদা জিয়ার মৃত্যুতে দেশে শোক বিরাজ করছে। প্রয়াত দেশনেত্রীর স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ নির্ধারিত সিলেট টাইটান্স বনাম চট্টগ্রাম রয়্যালস এবং ঢাকা ক্যাপিটালস বনাম রংপুর রাইডার্সের ম্যাচ স্থগিত করা হয়েছে।