
এবারের এনসিএল টি-টোয়েন্টির নিয়ে আগ্রহ ছিল তুঙ্গে। বিপিএলের নিলামের তালিকা এই টুর্নামেন্ট দেখেই করার কথা রয়েছে। এছাড়া রাজশাহী ও বগুড়ায় ম্যাচ আয়োজন হওয়ায় স্থানীয় দর্শকদেরও বাড়তি উৎসাহ দেখা গিয়েছিল। কিন্তু সেই উচ্ছ্বাসে জল ঢেলে দেয় বিরূপ আবহাওয়া। টানা বৃষ্টির কারণে এক পর্যায়ে টুর্নামেন্টটি অনির্দিষ্টকালের জন্য থামিয়ে দিতে বাধ্য হয় বিসিবি।
তবে নতুন সূচি অনুযায়ী আবারও শুরু হচ্ছে টুর্নামেন্টটি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে মাঠে গড়াবে স্থগিত হওয়া ম্যাচগুলো, আর সবগুলোই আয়োজন করা হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
গেল ১৪ সেপ্টেম্বর রাজশাহীতে উদ্বোধনী দিনের খেলাই বৃষ্টিতে বাধাগ্রস্ত হয়। পাঁচ ওভারে সীমিত করে ম্যাচ শেষ করতে হলেও একই দিনে বগুড়ার লড়াই ভেস্তে যায় পুরোপুরি। পরদিন আবহাওয়ার পূর্বাভাস দেখে বগুড়ার খেলা রাজশাহীতে সরানো হলেও সমাধান মেলেনি। টানা তিন দিন বৃষ্টির দাপটে ছয় ম্যাচের মধ্যে মাত্র একটি মাঠে গড়াতে পেরেছিল, বাকিগুলো বাতিল হয়ে যায়।
অবশেষে পরিস্থিতি সামাল দিতে টুর্নামেন্ট কমিটি প্রতিযোগিতা স্থগিতের ঘোষণা দেয়। এখন নতুন ভেন্যুতে ফের শুরু হতে যাচ্ছে লড়াই, আর তাই আগ্রহী সমর্থকরা তাকিয়ে থাকবেন সিলেটের দিকে।