
‘টুয়েলভ ফেল’- এর সাফল্যে রাতারাতি আলোচনায় আসেন বলিউড অভিনেতা বিক্রান্ত ম্যাসি। এই সিনেমা শুধু তার ক্যারিয়ারই বদলে দেয়নি, এনে দিয়েছে জাতীয় পুরস্কারের মতো মূল্যবান স্বীকৃতি। অভিনয়ের বাইরে ব্যক্তিজীবনেও তিনি সফল- একজন বাবা ও স্বামী হিসেবে। গত বছর বিক্রান্ত ও শীতল ঠাকুরের ঘর আলো করে আসে তাদের প্রথম সন্তান। এরপরই অভিনয় থেকে কিছুদিনের বিরতি নেন তিনি। বাবা হওয়ার পর স্ত্রী শীতলের প্রসববেদনা ও মানসিক পরিবর্তন নিয়ে নিজের ব্যক্তিগত অভিজ্ঞতা শেয়ার করেন বিক্রান্ত।
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন, শীতলকে টানা ৩০ ঘণ্টা প্রসববেদনা সহ্য করতে হয়েছে। এই অভিজ্ঞতা তার মাতৃত্ব সম্পর্কে ধারণা বদলে দিয়েছে। অন্তঃসত্ত্বা অবস্থায় শীতলের মানসিক অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তনও লক্ষ্য করেছেন তিনি। বিক্রান্ত বলেন, ‘আমি শীতলকে ১০ বছরের বেশি সময় ধরে চিনি। তার শারীরিক ও মানসিক পরিবর্তন খুব কাছ থেকে দেখেছি। ৩০ ঘণ্টা প্রসববেদনা সহ্য করা সত্যিই অবিশ্বাস্য। নারীদের অনেক কিছুই সহ্য করতে হয়।’
বিক্রান্তের মতে, একজন মা যে কষ্টের মধ্য দিয়ে যান, তার সঙ্গে পুরুষদের কোনো অভিজ্ঞতারই তুলনা হয় না। তাদের সন্তানের নাম ‘বরদান’, নামটি রেখেছেন শীতল নিজেই।
বিয়ে প্রসঙ্গে ‘টুয়েলভ ফেল’-তারকার মত, একটি দাম্পত্য টিকে থাকে দু’জনের সমান চেষ্টা ও বোঝাপড়ায়। অল্প বয়সে সম্পর্কে জড়াতে ভয় পেলেও সবসময়ই একটি সুন্দর পরিবার গড়ার স্বপ্ন ছিল তার। শীতলের সঙ্গে পরিচয়ের পর সেই ভয় কাটে। মুম্বাইয়ে অভিনয়জীবনের শুরুতে শীতলই ছিলেন তার সবচেয়ে বড় শক্তি- সবসময় হাত ধরে পাশে থেকেছেন তিনি। দীর্ঘদিন প্রেমের পর ২০২২ সালে বিয়ের বন্ধনে আবদ্ধ হন বিক্রান্ত ও শীতল।