
মাঠের লড়াইয়ে তেমন একটা জমছে না এবারের অ্যাশেজ। মেলবোর্নে গত বছরের ডিসেম্বরে দুই দিনে শেষ হওয়া বক্সিং ডে টেস্টে যা একটু লড়াই দেখা গিয়েছিল। তবে স্লেজিং, মদ্যপান, দ্রুত টেস্ট শেষ হওয়ায় ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) ক্ষতিসহ বিভিন্ন কারণে অ্যাশেজ খবরের শিরোনাম হয়েছে।
গত পরশু শুরু হওয়া অ্যাশেজের পঞ্চম টেস্টের প্রথম দিনটায় বৃষ্টির কারণে খেলা হয়েছিল ৪৫ ওভার। গতকাল ঘটনাবহুল দ্বিতীয় দিনে মার্নাস লাবুশেনে-বেন স্টোকসের মধ্যে কথা কাটাকাটির ঘটনা অনেকের নজর কেড়েছে। অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের ২৯তম ওভারের ঘটনা।
এ সময় ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসকে ইনিংসের শেষ দুই বলে পরপর দুটি বাউন্ডারি মারেন ট্রাভিস হেড। জোড়া বাউন্ডারি হজমের পর নন স্ট্রাইক প্রান্তে দাঁড়িয়ে থাকা লাবুশেনের সঙ্গে তর্কে জড়ান ইংলিশ অধিনায়ক। স্টাম্প মাইকে লাবুশেনের উদ্দেশে স্টোকসের অশ্রাব্য ভাষায় গালির কথা ধরা পড়েছে।
স্টোকসের সঙ্গে কী নিয়ে লাবুশেনের লেগেছে, সেটা অবশ্য জানা যায়নি। মাঠের আম্পায়ার আহসান রাজা যখন তাদের (স্টোকস-লাবুশেন) কাছে যাচ্ছিলেন, তখন লাবুশেনের কাঁধে হাত রাখেন স্টোকস।
কথার লড়াইয়ের পর জয়টা শেষ পর্যন্ত স্টোকসেরই হয়েছে। ৩১তম ওভারের শেষ বলে লাবুশেনকে (৩০) ফেরান স্টোকস। গালিতে সহজ ক্যাচ ধরেন জ্যাকব বেথেল। এবারও লাবুশেনের দিকে স্টোকস তাকালেও দুই ক্রিকেটারের মধ্যে কথা কাটাকাটি হয়নি।