
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে স্কুলে হামলা চালানোর হুমকি দেওয়ার পর ১৩ বছর বয়সী এক ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি থেকে ২৩টি বন্দুকসহ গুলি জব্দ করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, তারা হত্যার হুমকি দেওয়া নিয়ে বালকটির সোশ্যাল মিডিয়া পোস্ট পেয়েছে। পাঁচটি অভিযোগে গত সোমবার তাকে কিশোর আদালতে তোলা হয়, যার মধ্যে চারটিই গুরুতর অপরাধ।
স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, ওয়াশিংটনের পিয়ার্স কাউন্টি থেকে গ্রেপ্তার করা ছেলেটির নাম প্রকাশ করা হয়নি। তার কোনো আইনজীবী ছিল কিনা, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। কিশোর আদালতের রেকর্ডগুলো সাধারণত গোপন থাকে।
শেরিফের ডেপুটি কার্লি ক্যাপেটো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, সারা বাড়িতে আগ্নেয়াস্ত্র দেয়ালে লাগানো ছিল। হ্যান্ডগানগুলো সম্পূর্ণ অরক্ষিত অবস্থায় পাওয়া গেছে।
তিনি বলেন, সন্দেহভাজন ব্যক্তির শোবার ঘর থেকে পাওয়া বেশ কয়েকটি বন্দুকের প্রমাণ ইঙ্গিত দেয় যে, সে অতীতের স্কুলে হামলা চালানো বন্দুকধারীদের প্রতি দুর্বল ছিল। তার ঘরে ওইসব বন্দুকধারীদের ছবি এবং ম্যাগাজিন ছিল, যাদের আচরণ সে অনুকরণ করত।
শেরিফের ডেপুটি কার্লি আরও বলেন, ‘মনে হচ্ছে সন্দেহভাজন ব্যক্তি গণহত্যার মতো ঘটনা ঘটানোর জন্য প্রস্তুত ছিল। কে বা কী লক্ষ্যবস্তু হতে চলছিল, তা অজানা। তবে এটা স্পষ্ট যে, একটি মর্মান্তিক ঘটনা ছিল সময়ের ব্যাপার।’
ছেলেটির বাবা-মা বলেছেন, তাদের ছেলের কারও ক্ষতি করার কোনো ইচ্ছা ছিল না।
ছেলেটি শেষবার ২০২১ সালে ফ্র্যাঙ্কলিন পিয়ার্স স্কুল ডিস্ট্রিক্টে ভর্তি হয়। বর্তমানে সে কোনো স্কুল ডিস্ট্রিক্টে সক্রিয় ছাত্র ছিল না।