
‘ইয়া আলি’ খ্যাত ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ মারা গেছেন। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর দেড়টার দিকে সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং করার সময় হৃদরোগে আক্রান্ত হন এই শিল্পী। মৃত্যুকালে গায়কের বয়স হয়েছিল ৫২ বছর।
শনিবার (২০ সেপ্টেম্বর) তিনি সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য একটি সাংস্কৃতিক উৎসবে পারফর্ম করার কথা ছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুর আগে তিনি বন্ধুদের সঙ্গে একটি ক্রুজে ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়। চিকিৎসকরা জানান তিনি হৃদরোগে আক্রান্ত হয়েছেন। ভারতীয় সময় দুপুর ১টা ১০ মিনিটে তিনি মারা যান।
মৃত্যুর খবরটি ভারতীয় সংবাদমাধ্যমকে নিশ্চিত করেছেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, ‘আমি কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী পবিত্র মার্ঘেরিটার কাছ থেকে ফোনে এই দুঃখজনক সংবাদটি পেলাম। এই ক্ষতি বর্ণনা করার মতো কোনও শব্দ নেই। আমরা এক অমূল্য সম্পদ হারালাম।’
প্রসঙ্গত, জুবিন গার্গ ভারতের আসাম অঞ্চলের সন্তান। তিনি অসমিয়া, বাংলা ও হিন্দি গানে সমান জনপ্রিয় ছিলেন।
সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য উত্তর-পূর্ব সাংস্কৃতিক উৎসব শুক্রবার (১৯ সেপ্টেম্বর) থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত চলবে, আর শনিবার নিজের ব্যান্ড নিয়ে জুবিন গার্গের মঞ্চে ওঠার কথা ছিল।
১৯৭২ সালের ১৮ নভেম্বর জন্ম নেওয়া জুবিন ছিলেন একাধারে গায়ক, সংগীত পরিচালক, সুরকার, গীতিকার, সংগীত প্রযোজক, অভিনেতা ও চলচ্চিত্র পরিচালক। ১৯৯২ সালে অনুষ্ঠিত যুব মহোৎসব পাশ্চাত্য একক পরিবেশনায় স্বর্ণপদক লাভ করার পর জুবিনের জীবনের মোড় পাল্টে যায়। ১৯৯২ সালে অসমিয়া অ্যালবাম ‘অনামিকা’ মুক্তির মাধ্যমে জুবিন পেশাদার সংগীতজগতে প্রবেশ করেন।
তবে ২০০৬ সালে অনুরাগ বসুর ‘গ্যাংস্টার’ সিনেমার ‘ইয়া আলী’ গানে কণ্ঠ দিয়ে সবচেয়ে বেশি পরিচিতি লাভ করেন জুবিন। প্রীতমের সংগীতায়োজনে ও সাঈদ কাদরির কথায় গানটি ব্যাপক জনপ্রিয়তা পায়। তার পর তিনি হয়ে ওঠেন সমগ্র ভারত তথা হিন্দি সংগীতপ্রিয় শ্রোতাদের কাছে পছন্দের এক নাম।