
সোশ্যাল মিডিয়ার যুগে প্রতিনিয়তই পরিবর্তন হচ্ছে রুপচর্চার নানা খুঁটিনাটি। আজ এক টোটকা তো কাল আরেক। এই টোটকা বা হ্যাকের সবগুলোই যে কাজের তা কিন্তু নয়। তবে কিছু পদ্ধতি আসলেই আছে, যা তাৎক্ষণিক ত্বকের সৌন্দর্য বাড়াতে এবং বয়সের লক্ষণগুলো দূর করতে সাহায্য করে। সেরকমই ভাইরাল কিছু ত্বকের যত্নের টিপস বা টোটকা থাকছে ইত্তেফাকের পাঠকদের জন্য।
পোরস লুকাতে বরফ
একটি বরফের টুকরো ব্যাবহারে মুখের পোরস বা ছিদ্রগুলো ছোট হয় এবং লালচে ভাব কমে যায়। এটি ক্লান্ত ত্বককে সতেজ করার একটি দ্রুত সমাধান।
ত্বকের আর্দ্রতায় মধু
মধু সেনসেটিভ ত্বকে আর্দ্রতা ধরে রাখে এবং মোলায়েম করে। প্রাকৃতিক, স্বাস্থ্যকর উজ্জ্বলতা পেতে এর সামান্য ব্যাবহারই যথেষ্ট।
ত্বকের যত্নে অ্যালোভেরা
জ্বালাপোড়া বা প্রদাহযুক্ত ত্বককে প্রশমিত করতে খাঁটি অ্যালোভেরা জেল ব্যবহার করা যেতে পারে। এর ঠাণ্ডা নির্যাস অস্বস্তি কমাতে সাহায্য করে।
ফোলা ভাব কমাতে গ্রিনটি আইস কিউব
গ্রিন টি মিশ্রিত বরফের কিউব চোখের চারপাশে আলতো করে ঘষলে ফোলাভাব কম হয়।
ঘরে তৈরি ওটমিল ফেস মাস্ক
ওটমিলের সঙ্গে মধু এবং দই মিশিয়ে মাস্ক তৈরি হয়। এটি সবচেয়ে সংবেদনশীল ত্বককেও কোমল এবং মসৃণ করে।
ফেসিয়াল মিস্ট হিসেবে গোলাপ জল
গরমের সময় ত্বককে আর্দ্র এবং হালকা সুগন্ধযুক্ত রাখতে সারা দিন গোলাপ জল স্প্রে করা যেতে পারে। এটি ত্বককে সতেজ করে তোলে এবং মনোবলকে আরও বাড়িয়ে তোলে।
ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধিতে টমেটোর রস
টমেটোর রস ত্বকের কালো দাগ কমাতে এবং ত্বককে উজ্জ্বল করতে ত্বকে সাহায্য করে। টমেটোর রসে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা ত্বককে মৃদু এক্সফোলিয়েশন দেয়। তবে টমেটোর রসে যদি অ্যালার্জি থাকে, তবে এই হ্যাক আপনার জন্য নয়।
ত্বক টানটান করতে ডিম
ডিমের সাদা অংশ মুখ মাস্ক হিসেবে ব্যবহার করলে পোরস ছোট হবে, ত্বক হবে টানটান
ক্লান্ত চোখের জন্য শসার টুকরো
চোখের আরামে, ফোলাভাব কমাতে ঠান্ডা শসার টুকরোগুলো তাৎক্ষণিক রিলিফ হিসেবে ব্যবহার করা যেতে পারে।
ব্রনের দাগ দূর করতে আলুর রস
আলুর রস ব্রনের দাগ দূর করতে সাহায্য করে। এতে প্রাকৃতিক অ্যাসিড থাকে যা ত্বককে মৃদু এক্সফোলিয়েশন দেয় এবং দাগ হালকা করে।