
চলমান অ্যাশেজ সিরিজে ছন্দহীন সময় কাটালেও সিডনি টেস্টে নিজের জাত চেনালেন স্টিভ স্মিথ। ক্যারিয়ারের ৩৭তম টেস্ট সেঞ্চুরি হাঁকিয়ে একাধিক রেকর্ডে নাম লেখালেন অস্ট্রেলিয়ার অধিনায়ক। ট্রাভিস হেডের ঝড়ো সেঞ্চুরির পর স্মিথের দৃঢ় শতকে তৃতীয় দিন শেষে ১৩৪ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া।
মঙ্গলবার (৬ জানুয়ারি) সিডনি টেস্টের তৃতীয় দিন স্বাগতিকরা শেষ করেছে ১২৪ ওভারে ৭ উইকেট হারিয়ে ৫১৮ রান করে। দিনের শেষে স্টিভ স্মিথ ২০৫ বলে ১৫ চার ও ১ ছক্কায় ১২৯ রানে অপরাজিত ছিলেন। তার সঙ্গে বিউ ওয়েবস্টার করেন ৪২ রান।
এটি অ্যাশেজে স্মিথের ১৩তম সেঞ্চুরি। এর মাধ্যমে তিনি অস্ট্রেলিয়া-ইংল্যান্ডের ঐতিহাসিক দ্বৈরথে দ্বিতীয় সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হয়েছেন। এই তালিকায় ১৯ সেঞ্চুরি নিয়ে শীর্ষে রয়েছেন কিংবদন্তি ডন ব্রাডম্যান। ১২ সেঞ্চুরি করা জ্যাক হবসকে পেছনে ফেলেছেন স্মিথ।
টেস্ট ক্রিকেটে মোট সেঞ্চুরির হিসেবেও এদিন ভারতের কিংবদন্তি রাহুল দ্রাবিড়কে (৩৬) ছাড়িয়ে গেছেন স্মিথ। তার সামনে এখন রয়েছেন শচীন টেন্ডুলকার (৫১), জ্যাক ক্যালিস (৪৫), রিকি পন্টিং (৪১) ও কুমার সাঙ্গাকারা (৩৮)।
অ্যাশেজ ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে ৪১ টেস্টের ৭৩ ইনিংসে ৫৭.৫৩ গড়ে ৩৬৮২ রান করেছেন তিনি। এই তালিকায় শীর্ষে ডন ব্রাডম্যান—৩৭ টেস্টে ৫০২৮ রান, গড় ৮৯.৭৮।
সব ফরম্যাট মিলিয়ে একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে ৫ হাজার রান করার কীর্তিও গড়েছেন স্মিথ। ইংল্যান্ডের বিপক্ষে ৯০ ম্যাচের ১২২ ইনিংসে তার সংগ্রহ ৫০৮৫ রান। এই কীর্তি রয়েছে শুধু শচীন টেন্ডুলকার, বিরাট কোহলি ও ব্রাডম্যানের।
এর আগে সকালে ট্রাভিস হেড ১৬৬ বলে ২৪ চার ও ১ ছক্কায় ১৬৩ রান করে আউট হন। এই ইনিংসে পঞ্চম অজি ব্যাটার হিসেবে সাতটি ভিন্ন ভেন্যুতে টেস্ট সেঞ্চুরি করার কীর্তি গড়েন তিনি। এই তালিকায় তার সঙ্গে রয়েছেন স্টিভ ওয়াহ, ম্যাথিউ হেইডেন, জাস্টিন ল্যাঙ্গার ও ডেভিড ওয়ার্নার।
চলমান অ্যাশেজে এটি হেডের তৃতীয় সেঞ্চুরি—সবগুলোই ওপেনার হিসেবে। অ্যাশেজে ওপেনার হিসেবে তিনটি শতক করা অস্ট্রেলিয়ানদের বিশেষ তালিকায় নাম লেখালেন তিনি।
হেডের ১৫২ বলে দেড়শ রান অ্যাশেজ ইতিহাসে বলের হিসেবে যৌথভাবে চতুর্থ দ্রুততম। এছাড়া ২১ শতকে অ্যাশেজ সিরিজে ৫০০-এর বেশি রান করা মাত্র দ্বিতীয় অস্ট্রেলিয়ান ওপেনারও তিনি। চলতি সিরিজে ৯ ইনিংসে তার রান ৬০০—এক অ্যাশেজে ছয়শ রানের মাইলফলক স্পর্শ করা দ্বিতীয় অজি ব্যাটার হেড।