
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রাইডার্সের বিপক্ষে মাঠে নেমেছে চট্টগ্রাম রয়্যালস। সোমবার (২৯ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করছে রংপুর।
গত কয়েকদিন ধরে সারাদেশে বয়ে চলেছে তীব্র শৈত্য প্রবাহ। তার প্রভাব পড়েছে সিলেটেও। দুপুর গড়ালেও এখনো সূর্যের কোনো দেখা যায়নি। সূর্যের আলো না থাকায় ফ্লাডলাইট জ্বালিয়ে শুরু হয়েছে খেলা।
তীব্র শীতের রেশ পড়েছে মাঠের দর্শকদের মধ্যেও। গ্যালারিতেও নেই দর্শক উপস্থিতি। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২ ওভারে ৬ উইকেট হারিয়ে ৭৪ রান সংগ্রহ করেছে চট্টগ্রাম।