
স্প্যানিশ সুপার কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে হারের রেশ কাটতে না কাটতেই বড় সিদ্ধান্ত নিল রিয়াল মাদ্রিদ। দলের পারফরম্যান্স ও ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনায় এনে প্রধান কোচ শাবি আলোন্সোর সঙ্গে পথচলা শেষ করার ঘোষণা দিয়েছে স্প্যানিশ জায়ান্টরা।
জেদ্দায় অনুষ্ঠিত স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার বিপক্ষে ৩-২ গোলের হারের একদিন পর সোমবার আনুষ্ঠানিক বিবৃতিতে আলোন্সোর বিদায়ের কথা জানায় ইউরোপের সবচেয়ে সফল ক্লাবটি। একই সঙ্গে জানানো হয়, চুক্তি বাতিলের সিদ্ধান্তটি দুই পক্ষের সম্মতিতেই নেওয়া হয়েছে।
এর কিছুক্ষণ পরই নতুন আরেকটি বিবৃতিতে রিয়াল জানায়, দলের নতুন প্রধান কোচ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে আলভারো আরবেলোয়াকে। এর আগে ক্লাবের ‘বি’ দলের কোচ হিসেবে কাজ করছিলেন রিয়ালের সাবেক এই ডিফেন্ডার।
গত জুনে জার্মান ক্লাব বায়ার লেভারকুজেনের সঙ্গে দারুণ সাফল্যের পর তিন বছরের চুক্তিতে রিয়ালের ডাগআউটে আসেন আলোন্সো। তার অধীনে ক্লাব বিশ্বকাপে অংশ নিয়ে সেমিফাইনাল পর্যন্ত পৌঁছায় রিয়াল মাদ্রিদ।
নতুন মৌসুমের শুরুতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগ—দুই মঞ্চেই দুর্দান্ত ছন্দে ছিল দলটি। সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথম ১৪ ম্যাচের মধ্যে ১৩টিতেই জয় পায় রিয়াল। এর মধ্যে মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয় ছিল উল্লেখযোগ্য।
নভেম্বরের শুরু পর্যন্ত লা-লিগার শীর্ষে ছিলো রিয়াল, তখন দ্বিতীয় স্থানে থাকা দলের চেয়ে তারা এগিয়ে ছিল ৫ পয়েন্টে। তবে এরপর ধারাবাহিকতায় ছেদ পড়ে। কয়েক ম্যাচের ব্যবধানে পয়েন্ট হারিয়ে শীর্ষস্থান হাতছাড়া হয়, উঠে আসে বার্সেলোনা।
এই সময়ের মধ্যে সব মিলিয়ে আট ম্যাচে মাত্র দুটি জয় পায় দলটি। এমনকি সান্তিয়াগো বার্নাব্যুতেও টানা দুই ম্যাচে হারতে হয়, যা সমর্থকদের অসন্তোষ আরও বাড়িয়ে তোলে। ফলশ্রুতিতে আলোন্সোর কৌশল ও দল নির্বাচন নিয়ে সমালোচনা জোরালো হতে থাকে। ধীরে ধীরে তার ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে, ছাঁটাইয়ের গুঞ্জনও ছড়ায়।
যদিও পরে আবার ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়াল। টানা পাঁচ ম্যাচে জয় পেয়ে সুপার কাপের ফাইনালে পৌঁছায় তারা। ফাইনালে দুইবার পিছিয়ে পড়েও সমতায় ফেরে দলটি, কিন্তু তৃতীয় গোল হজমের পর আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি।
আলোন্সোর অধীনে সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ ৩৪টি ম্যাচ খেলেছে। এর মধ্যে ২৪টিতে জয়, ৪টি ড্র এবং ৬টিতে হার নিয়ে তার অধ্যায় শেষ হলো।
বর্তমানে লা লিগায় ১৯ ম্যাচ শেষে ৪৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে রিয়াল মাদ্রিদ। শীর্ষে থাকা বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনার চেয়ে তারা পিছিয়ে রয়েছে ৪ পয়েন্টে।