
বলিউডে মিমিক্রি জগতে এক অনন্য নাম অভিনেতা সুনীল গ্রোভার। তার অভিনয় এবং কমেডি টাইমিং বরাবরই জনপ্রিয়। ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’তে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখা যায় তাকে, নানা সময়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকেন এই ভার্সেটাইল অভিনেতা।
এবার মিস্টার পারফেকশনিস্ট আমির খানকে অনুকরণ করে নেট দুনিয়ায় প্রসংশায় ভাসছেন অভিনেতা সুনীল গ্রোভার। নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র এক পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীলের অভিনয় কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। ভাইরাল সেই ভিডিও ঘিরে দর্শকের উচ্ছ্বাসের সঙ্গে যোগ হয়েছে খোদ আমির খানের প্রকাশ্য প্রশংসা।
ওই পর্বে অতিথি ছিলেন কার্তিক আরিয়ান ও অনন্যা পান্ডে। তাদের সামনেই মঞ্চে আমির খানের কথা বলার ভঙ্গি, হাঁটাচলা, পোশাক, চোখের দৃষ্টি, এমনকি পাপারাজ্জিদের সঙ্গে তার আচরণ পর্যন্ত নিখুঁতভাবে ফুটিয়ে তোলেন সুনীল। নিজের চরিত্রের নাম দেন ‘উনিশ–বিশ আমির’—নামেই যেন রসিকতার ইঙ্গিত। আমিরের ব্যক্তিজীবনের পরিচিত কিছু প্রসঙ্গও তিনি হালকা ঠাট্টার ভঙ্গিতে তুলে ধরেন, যা দর্শকদের আরও বেশি মাতিয়ে তোলে।
সম্প্রতি ভিডিও সাক্ষাৎকারে সুনীল গ্রোভারের পারফরম্যান্স নিয়ে প্রতিক্রিয়া জানিয়ে আমির খান বলেন, তিনি একে মিমিক্রি বলতে রাজি নন। আমিরের ভাষায়, ‘আমি এটাকে মিমিক্রি বলব না। ওর অভিনয় এতটাই নিখুঁত ছিল যে মনে হচ্ছিল, নিজেকেই দেখছি পর্দায়। অনুষ্ঠানটার একটা ছোট ক্লিপ দেখেছি, এবার পুরো পর্বটা দেখব।’ হাসতে হাসতে তিনি আরও বলেন, ‘আমি এত জোরে হেসেছি যে শ্বাস নিতে পারছিলাম না। এতে কোনো বিদ্রূপ ছিল না, যা ছিল তা একেবারেই খাঁটি আনন্দ।’
এই অভিনয় ঘিরে নেট–দুনিয়ায়ও প্রশংসা মিলছে। এক ভক্ত লিখেছেন, ‘সুনীল গ্রোভার, তুমি সত্যিই লেজেন্ড। এত নিখুঁত অভিনয় খুব কম দেখা যায়।’ আরেকজনের মন্তব্য, ‘এটা শুধু নকল নয়, চরিত্রকে পুরোপুরি বোঝার ফল।’ কেউ লিখেছেন, ‘এ ধরনের দক্ষতা কোনো স্কুল শেখায় না।’ অনেক দর্শকেরই অনুভব—মুখভঙ্গি থেকে হাসি পর্যন্ত সবকিছু এতটাই বাস্তব যে মুহূর্তের জন্য বিভ্রান্তি তৈরি হয়। আসল না নকল!
এর আগেও এমন স্বীকৃতি পেয়েছেন সুনীল গ্রোভার। জনপ্রিয় গেম শো ‘কৌন বানেগা ক্রোড়পতি’র উপস্থাপনার ঢং ধরে একবার অমিতাভ বচ্চনকে অনুকরণ করে পারফর্ম করেছিলেন তিনি। সেই অভিনয় দেখে খোদ অমিতাভ নিজেই মুগ্ধ হন। মঞ্চেই সুনীলকে উৎসাহ দেন, খোলাখুলি হেসে তার পারফরম্যান্স উপভোগ করেন।