
আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বড় জয় পেয়েছে বাংলাদেশ। সিলেট টেস্টে আইরিশদের ইনিংস ও ৪৭ রানের ব্যবধানে হারিয়েছে স্বাগতিকরা। দলের এমন বড় জয়ে সতীর্থদের পারফরম্যান্সে খুশি অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
ম্যাচ শেষে শান্ত বলেন, ‘হ্যাঁ, অবশ্যই ম্যাচে দলের পারফরম্যান্সে আমি খুশি। বিশেষ করে ওপেনিং জুটি, অসাধারণ ছিল। আশা করি তারা পরের ম্যাচেও ধারাবাহিকতা অব্যাহত রাখবে।’
অভিষিক্ত স্পিনার মুরাদের প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন, ‘সে (মুরাদ) অনেক দিন ধরে জাতীয় দলে সুযোগের অপেক্ষায় ছিল। প্রথম-শ্রেণিতে অনেক ম্যাচ খেলেছে এবং দলের জন্য দুর্দান্ত করেছে। অবশেষে জাতীয় দলে সুযোগ হয়েছে এবং নিজের জাত চিনিয়েছে সে। আমি আশা করি, নিজের পারফরম্যান্স ধরে রাখবে সে।’
এছাড়া সিলেটের উইকেট নিয়েও খুশি টাইগার অধিনায়ক। শান্ত বলেন, ‘অবশ্যই, আমরা এমন উইকেট চাই। আমরা স্পিন-বান্ধব উইকেট চাইনি। আমরা স্পোর্টিং উইকেট চেয়েছিলাম এবং আমরা পেয়েছি। তিন-চার দিন পরেও, উইকেট এখনও বেশ ভালো ছিল।’