
টানা দুই হারে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশ। শনিবার (১২ অক্টোবর) আগে ব্যাট করে ১৯০ রান সংগ্রহ করে আফগানিস্তান। জবাবে মাত্র ১০৯ রানে গুটিয়ে যায় বাংলাদেশ। ৮১ রানের বড় ব্যবধানে হার নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা। এমন হারের পর ব্যাটারদের দুষলেন অধিনায়ক মেহেদী হাসান মিরাজ।
ম্যাচ শেষে হতাশ কণ্ঠে টাইগার অধিনায়ক বলেন, ‘আমার মনে হয় আমরা সত্যিই খুব ভালো বোলিং করেছিলাম এবং আমরা সহজেই এই লক্ষ্যটা তাড়া করতে পারতাম। কিন্তু আজ আমাদের ব্যাটিং খুব খারাপ হয়েছে।’
ব্যাটাররা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না জানিয়ে মিরাজ বলেন, ‘আমি তাদের বলেছিলাম যে টপ অর্ডারে আমাদের জুটি গড়া দরকার, কিন্তু আমরা সেটা করতে পারিনি। আমরা জুটি শুরু করি ঠিকই, কিন্তু যখন আমাদের দায়িত্ব নিতে হবে, আর সেখানেই সমস্যা হচ্ছে। আমাদের ব্যাটসম্যানরা যথেষ্ট দায়িত্ব নিচ্ছে না।’
সিরিজ হারের পর এখন হোয়াইটওয়াশ এড়াতে চায় বাংলাদেশের। মিরাজ বলেন, ‘এই মুহূর্তে আমরা খুবই হতাশ, তবে আমাদের হাতে এখনও একটি ম্যাচ বাকি আছে। এরপর আমাদের আরেকটি সিরিজ আছে এবং কীভাবে আরও শক্তিশালী হয়ে ফিরে আসা যায়, সেই বিষয়ে আমাদের ভাবতে হবে।’