
আইপিএলের গত মৌসুমে ভালো খেলতে পারেনি কলকাতা নাইট রাইডার্স। তবে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) ঠিকই শিরোপা জিতেছে শাহরুখ খানের আরেক দল ত্রিনবাগো নাইট রাইডার্স (টিকেআর)। ফাইনালে গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৩ উইকেটে হারিয়েছে তারা।
সিপিএলে এটি নাইট রাইডার্সের পঞ্চম শিরোপা। এর আগে ২০১৫, ২০১৭, ২০১৮ ও ২০২০ সালে চ্যাম্পিয়ন হয়েছিল টিকেআর। পাঁচ বছর পর আবারও শিরোপা পুনরুদ্ধার করলো বলিউড কিংস শাহরুখ খানের মালিকানাধীন দলটি।
গায়ানার ঘরের মাঠে ছিল ফাইনালের ভেন্যু। যেখানে বাংলাদেশ সময় সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরবেলা টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন গায়ানার অধিনায়ক ইমরান তাহির। ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে গায়ানা অ্যামাজন।
দলের পক্ষে ইফতিখার আহমেদ করেন সর্বোচ্চ ২৭ বলে ৩০ রান। এছাড়া বেন ম্যাকডারমট ২৮ ও ডোয়াইন প্রিটোরিয়াস করেন ২৫ রান। ত্রিনবাগো নাইট রাইডার্সের পক্ষে সৌরভ নেত্রভালকার নেন ৩টি উইকেট।
১৩১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে দলীয় ৫৪ রানের মধ্যে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে ত্রিনবাগো। কলিন মুনরো ২৩, নিকোলাস পুরান ১ ও ড্যারেন ব্রাভো ১১ রান করে সাজঘরে ফিরে যান।
এরপর সুনিল নারিন ও অ্যালেক্স হেলস মিলে চাপ সামাল দেন। এই দুই জনের ব্যাটে ভর করে জয়ের ভীত পায় ত্রিনবাগো। নারিন ২২ ও হেলস ২৬ রান করে আউট হন।
তবে কেসি কার্টিকে সঙ্গে নিয়ে ১২ বল হাতে রেখে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন আলিক হোসেন। কেসি কার্টি ১ ও আকিল ১৬ রানে অপরাজিত থাকেন। গ্যায়ানার পক্ষে ইমরান তাহির নেন ৩টি উইকেট।