
সিঙ্গাপুরে ছুটি কাটাতে গিয়ে হোটেল কক্ষে দুই যৌনকর্মীকে হাত-পা বেঁধে মারধর ও ডাকাতির দায়ে দুই ভারতীয় পুরুষকে পাঁচ বছরের বেশি কারাদণ্ড এবং ১২টি করে বেত্রাঘাতের সাজা দেওয়া হয়েছে।
সিঙ্গাপুরভিত্তিক দ্য স্ট্রেইটস টাইমস জানিয়েছে, শুক্রবার (৩ সেপ্টেম্বর) ২৩ বছর বয়সী আরোক্কিয়াসামি ডেইসন এবং ২৭ বছর বয়সী রাজেন্দ্রন মায়িলারাসন নামের এই দুই ভারতীয়র সাজা ঘোষণা করে আদালত।
আদালতে জানানো হয়েছে, আরোক্কিয়াসামি এবং রাজেন্দ্রন ২৪ এপ্রিল ভারত থেকে ছুটি কাটাতে সিঙ্গাপুরে যান। দুই দিন পর লিটল ইন্ডিয়া এলাকায় হাঁটার সময় একজন অজ্ঞাত ব্যক্তি তাদের কাছে এসে জিজ্ঞাসা করেন যে, তারা যৌন সেবা নিতে আগ্রহী কি না। এরপর লোকটি তাদের দুই নারীর সঙ্গে যোগাযোগের তথ্য দেন।
এনডিটিভির প্রতিবেদন অনুসারে, এরপর আরোক্কিয়া রাজেন্দ্রনকে বলেন, তাদের টাকার প্রয়োজন। আরোক্কিয়া পরামর্শ দেন তারা নারীদের হোটেলে নিয়ে একসঙ্গে ডাকাতি করবে, আর রাজেন্দ্রন তা মেনে নেন।
প্রতিবেদনে বলা হয়, ঘটনার দিন তারা সন্ধ্যা ৬টার দিকে একটি হোটেলরুমে একজন নারীর সঙ্গে দেখা করার ব্যবস্থা করেন। ঘরে ঢুকেই তারা ভিকটিমের হাত-পা কাপড় দিয়ে বেঁধে তাকে চড় মারেন। তারা গয়না, নগদ ২০০০ সিঙ্গাপুর ডলার, পাসপোর্ট এবং ব্যাংক কার্ড লুট করে নেয়।
সেই রাতেই তারা ১১টার দিকে অন্য একটি হোটেলে দ্বিতীয় নারীর সঙ্গে দেখা করার পরিকল্পনা করেন। মেয়েটি পৌঁছালে তারা ডাকাতি করার জন্য টেনে হিঁচড়ে রুমে নেন। একই কৌশলে তারা ৮০০ সিঙ্গাপুর ডলার, দুটি মোবাইল ফোন এবং তার পাসপোর্ট কেড়ে নেযন।
পরের দিন দ্বিতীয় ভুক্তভোগী অন্য একজনকে ঘটনাগুলো বললে আরোক্কিয়াসামি এবং রাজেন্দ্রনের কার্যকলাপ উন্মোচিত হয়। এর ফলে পুলিশ ডাকা হয় এবং তাদের ধরিয়ে দেওয়া হয়। শাস্তি ঘোষণার আগে তারা ঘটনার দায় স্বীকার করেন এবং হালকা শাস্তির জন্য আবেদন জানান।
সিঙ্গাপুর দৈনিকের প্রতিবেদন অনুসারে, যারা ডাকাতির সময় স্বেচ্ছায় আহত করে তাদের পাঁচ থেকে ২০ বছরের কারাদণ্ড এবং কমপক্ষে ১২টি বেতের বেত্রাঘাত করা যেতে পারে।