
প্রথমার্ধের যোগ করা সময়ের দ্বিতীয় মিনিটে ১০ জনের দলে পরিণত হলেও তার আগেই কাজ সেরে ফেলেছিলেন মোহাম্মদ সালাহ। পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন লিভারপুল তারকা। তাঁর সেই একমাত্র গোলেই দক্ষিণ আফ্রিকাকে ১–০ ব্যবধানে হারিয়ে এবারের আফ্রিকান নেশনস কাপে সবার আগে শেষ ষোলো নিশ্চিত করেছে মিসর।
ম্যাচের ঠিক ৪৫ মিনিটে পেনাল্টি থেকে গোলটি করেন সালাহ। এরপর দ্বিতীয়ার্ধের শেষ দিকে দক্ষিণ আফ্রিকাও পেনাল্টির জন্য জোরালো আবেদন জানায়। মিসরের বক্সে ইয়াসির ইব্রাহিমের হাতে বল লাগলেও রেফারি সে আবেদনে সাড়া দেননি।
এ নিয়ে টানা দ্বিতীয় জয় পেল মিসর। এর আগে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে ২–১ গোলে হারিয়েছিল দলটি। ওই ম্যাচেও যোগ করা সময়ের প্রথম মিনিটে জয়সূচক গোল করেছিলেন সালাহ।
আফ্রিকান নেশনস কাপের ইতিহাসে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন মিসর। তবে ব্যক্তিগতভাবে এখনো এই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের ট্রফি জেতা হয়নি সালাহর। মরক্কোয় চলমান এবারের টুর্নামেন্টে সেই অপূর্ণতা ঘোচানোর লক্ষ্য নিয়েই মাঠে নেমেছেন তিনি। শেষ ষোলো পেরিয়ে শিরোপা জয়ের স্বপ্ন কতদূর যায়, সেটাই এখন দেখার বিষয়।