
এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে হংকং, চায়নার বিপক্ষে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে বাংলাদেশ। গুরুত্বপূর্ণ ম্যাচে দলের এমন এমন হারে কড়া সমালোচনার মুখে পড়েছেন কোচ হ্যাভিয়ের কাবরেরা। ম্যাচে তার কৌশল আর সিদ্ধান্তকে হারের বড় কারণ হিসেবে দেখছেন অনেকেই।
হংকংয়ের বিপক্ষে ম্যাচের শুরুর একাদশে ছিলেন না চার প্রবাসী ফুটবলার। সামিত সোম, জামাল ভূঁইয়া, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদকে ছাড়ায় শুরুর একাদশ সাজান কোচ কাবরেরা।

আগামী ১৪ অক্টোবর এশিয়া কাপ মিশনে হংকংয়ের বিপক্ষে ফিরতি ম্যাচ খেলবে বাংলাদেশ। শুক্রবার (১০ অক্টোবর) হংকংয়ের উদ্দেশে ঢাকা ছাড়ার সময় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অধিনায়ক জামাল ভূঁইয়া। সামিত সোম, ফাহমিদুল ইসলাম ও জায়ান আহমেদকে নিয়েই শুরুর একাদশে খেলতে চান বলে জানান তিনি।
হংকংয়ের বিপক্ষে এমন হারে সবাই বেশ কষ্ট পেয়েছে জানিয়ে জামাল বলেন, ‘সবার একটু মন খারাপ ছিল। সবাই একটু দেরিতে ঘুমিয়েছে। তবে আমাদের সেটা ভুলে যেতে হবে। পরের ম্যাচে ফোকাস করতে হবে।’

শুরুর একাদশে থাকলে ম্যাচের ফল ভিন্ন হতো কিনা এমন প্রশ্নে জামাল ভুঁইয়া বলেন, ‘আসলে আমি জায়ান, সামিত, ফাহমিদুল আমরা একসঙ্গে যখন ওয়ার্মআপ শুরু করেছি তখন বলেছি যখন নামব খেলাটার ছন্দ পরিবর্তন করে দিতে হবে। আমরা যে চারজন পরে নেমেছি আমাদের ইমপ্যাক্ট ভালো ছিল। আমরা চারজন প্রথম একাদশে খেলতে চাই। এটা নিয়ে কোনো সন্দেহ নেই।’
এশিয়ান কাপ বাছাইয়ে এক ড্র ও দুই হারে পয়েন্ট টেবিলে মাত্র এক পয়েন্ট যোগ করতে পেরেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচে জয় পেলেও এশিয়া কাপের মূলপর্ব খেলার স্বপ্ন বাস্তবে রূপ নেওয়ার সম্ভাবনাও ক্ষীণই।