
রেলিগেশনের শঙ্কায় ছিল নেইমারের শৈশবের ক্লাব সান্তোস। দলের রেলিগেশন ঠেকাতে শেষ তিন ম্যাচে ইনজুরি নিয়েই খেললেন তিনি। রোববার (৭ ডিসেম্বর) ক্রজেইরোর বিপক্ষে ৩-০ গোলের জয়ে রেলিগেশন থেকে বেঁচে গেছে সান্তোস। দলের এমন জয়ের পর নেইমার নিশ্চিত করেছেন, বাঁ পায়ে অস্ত্রোপচার করাতে যাচ্ছেন তিনি।
২০২৩ সালের পর ক্লাব ইতিহাসে দ্বিতীয়বার রেলিগেশনের ঝুঁকিতে ছিল সান্তোস। শেষ লিগ ম্যাচ জিতে ব্রাজিলের প্রথম বিভাগে টিকে থাকা নিশ্চিত করল তারা। সান্তোসের অবনমন ঠেকাতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন নেইমার।
লিগের শেষ তিন পর্বে রেসিফের বিপক্ষে ৩-০ গোলের জয়ে একটি গোল করেন নেইমার। এরপর জুভেন্তুদের বিপক্ষে করেন হ্যাটট্রিক। আর সবশেষ ম্যাচ জয়ে কার্যকরী অবদান রেখেছেন প্লেমেকার হিসেবে। ৩৮ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে ১২তম হয়ে মৌসুম শেষ করলো সান্তোস।
৩৮ ম্যাচের লিগে নেইমার খেলেছেন ২০ ম্যাচ, যেখানে তিনি করেছেন ৮ গোল। শেষ তিন ম্যাচেই নেইমার করেছেন ৪ গোল।
ম্যাচ শেষে নেইমার বলেন, ‘যতটা সম্ভব সেরাভাবে দলকে সাহায্য করার জন্য আমি এখানে এসেছি। এই কয়েকটা সপ্তাহ আমার জন্য খুব কঠিন ছিল। যারা আমার পাশে থেকে আমাকে শক্তি দিয়েছে, তাদের ধন্যবাদ। তারা না থাকলে এই চোট ও হাঁটুর সমস্যার কারণে আমি এই ম্যাচগুলো খেলতে পারতাম না। এখন আমাকে বিশ্রাম নিতে হবে, তারপর আমরা হাঁটুর অস্ত্রোপচার করবো।’
হাঁটুর চোট ও অস্ত্রোপচার নিয়ে বিস্তারিত জানাননি নেইমার। তবে তার আশা, বিশ্বকাপের জন্য ব্রাজিলের মূল স্কোয়াডে তার জায়গা হবে। যদিও কার্লো আনচেলত্তি মে মাসে দায়িত্ব নেওয়ার পর থেকে তাকে দলে রাখেননি। ইতালিয়ান কোচ বলেছিলেন, কেবল ফিট থাকলে নেইমারকে দলে নেবেন তিনি।