
বাংলাদেশ দলের লেগস্পিনার রিশাদ হোসেন সীমিত ওভারের ক্রিকেটে নিয়মিত মুখ হলেও এখনো টেস্টে অভিষেক হয়নি। তবে এবার ক্রিকেটের আদি সংস্করণে তাকে দেখতে পাচ্ছেন দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।
রোববার (১৯ অক্টোবর) সংবাদ সম্মেলনে মুশতাক বলেছেন, ‘আমি ১০০% আশা করি। শেষ চার উইকেট, বিশেষ করে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ডের মতো দলগুলোর বিপক্ষে যারা শেষ দিকেও ভালো ব্যাট করতে পারে, রিশাদের উচ্চতা এবং বাউন্স সহ একজন লেগস্পিনার যিনি ভালো ভুল ডেলিভারি করতে পারেন, তিনি খুব মারাত্মক হতে পারেন।
কেন রিশাদকে টেস্টে নেওয়া প্রয়োজন সংবাদ সম্মেলনে তার ব্যাখ্যাও দিয়েছেন মুশতাক। তিনি বলেছেন, শেষ চার ব্যাটার তার ভুল ডেলিভারি পড়তে পারবে না। টেস্ট ক্রিকেটের জন্য সে খুব ভালো হতে পারে, কিন্তু তাকে ভালো ওভার করে সেই জায়গা অর্জন করতে হবে। রিশাদ প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে আগ্রহী বলে জানিয়েছেন মুশতাক। পাকিস্তানের সাবেক লেগস্পিনার বলেছেন, ‘রিশাদ টেস্ট খেলতে অনেক আগ্রহী।
পাকিস্তানের সাবেক লেগস্পিনার জানান, রিশাদ নিজেও প্রথম শ্রেণির ক্রিকেট খেলার জন্য আগ্রহী, কারণ লাল বলে যত বেশি খেলবে, তত উন্নতি হবে তার বোলিং দক্ষতায়।