
ওয়ানডে ক্রিকেটে প্রত্যাবর্তন সুখকর হলো না বিরাট কোহলি। অস্ট্রেলিয়ার বিপক্ষে সাত মাস পর ভারতের হয়ে খেলতে নামলেন এই তারকা ব্যাটার। এ দিন খালি হাতে ফিরতে হয়েছে কোহলিকে। এতে ওয়ানডে ক্যারিয়ারে সপ্তম ডাকের তেঁতো স্বাদ পেলেন তিনি।
রোববার (১৯ অক্টোবর) তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই রোহিত শর্মার উইকেট হারায় ভারত। ১৪ বলে ৮ রান করেন তিনি।
রোহিতের বিদায়ের পর ক্রিজে আসেন কোহলি। দীর্ঘদিন পর খেলতে নেমে শুরু থেকেই অস্বস্তি বোধ করছিলেন তিনি। প্রথম সাত বলে খেলেও রানের খাতা খুলতে ব্যর্থ হন এই ভারতীয় ব্যাটিং জিনিয়াস। এতেই রানের দেখা পেতে বেশ অস্থির হয়ে যান কোহলি।
অষ্টম বল ছিলে স্টাম্পের বেশ বাইরের ফুল লেংথ ডেলিভারি। সেখানে শরীরের বেশ দূর থেকেই ব্যাট চালিয়ে দেন কোহলি। বল উড়ে যায় পয়েন্টের দিকে। সেখানে দাঁড়িয়ে থাকা কুপার কনোলি শরীর শূন্যে ভাসিয়ে দুই হাতে দারুণ এক ক্যাচ তালুবন্দি করেন। মিচেল স্টার্কের বলে আউট হয়ে ডাক মেরে সাজঘরে ফিরে যান।
এ দিন অধিনায়ক শুভমান গিলও সুবিধা করতে পারেননি। ১৮ বলে মাত্র ১০ রান করে সাজঘরে ফিরে গেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১১ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে ৩৭ রান সংগ্রহ করেছে ভারত। বৃষ্টির বাগড়ায় বর্তমানে খেলা বন্ধ রয়েছে।