
আইএলটি-টোয়েন্টির ফাইনালে রোববার (৪ জানুয়ারি) এমআই এমিরেটসকে ৪৬ রানে হারিয়ে প্রথমবারের মতো শিরোপা জিতেছে ডেজার্ট ভাইপার্স। স্যাম কারানের দুর্দান্ত ইনিংস ও নিয়ন্ত্রিত বোলিংয়ের জোরে একপেশে জয় তুলে নেয় তারা।
টস জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় এমআই এমিরেটস। ইনিংসের প্রথম ওভারেই বল হাতে আক্রমণে আসেন সাকিব আল হাসান। উইকেট না পেলেও ওই ওভারে ১০ রান দেন তিনি। শুরুতে উদ্বোধনী জুটিতে ভালো ছন্দে এগোচ্ছিল ভাইপার্স। ৩৫ রানের সেই জুটি ভাঙেন আফগান পেসার ফজল হক ফারুকী। একই ওভারে ২০ রান করা ফখর জামানকেও ফেরান তিনি।
এরপর ম্যাক্স হোল্ডেন ও স্যাম কারান গড়ে তোলেন ৮৯ রানের গুরুত্বপূর্ণ জুটি। ৩২ বলে ৪১ রান করে আউট হন হোল্ডেন। অন্য প্রান্তে দায়িত্বশীল ও আগ্রাসী ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন স্যাম কারান। তার ৭৪ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮২ রানের বড় সংগ্রহ পায় ডেজার্ট ভাইপার্স।
এমআই এমিরেটসের হয়ে ফারুকী নেন দুটি উইকেট, আরব গুল পান একটি। সাকিব এক ওভারের বেশি বল করার সুযোগ পাননি।
১৮৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মোহাম্মদ ওয়াসিম ও আন্দ্রে ফ্লেচার ২৬ রানের উদ্বোধনী জুটি গড়েন। ফ্লেচারকে ফিরিয়ে জুটি ভাঙেন নাসিম শাহ। একই পেসারের বলে আউট হন টম ব্যান্টনও। এরপর ক্রিজে আসেন সাকিব আল হাসান।
নিয়মিত বিরতিতে উইকেট পড়তে থাকলেও কাইরন পোলার্ডকে সঙ্গে নিয়ে লড়াই চালিয়ে যান সাকিব। তবে রানরেটের চাপ সামলাতে গিয়ে বড় শট খেলতে গিয়ে আউট হন তিনি। ২৭ বলে তিনটি চারের সাহায্যে ৩৬ রান করেন এই বাংলাদেশি অলরাউন্ডার। কিছুক্ষণ পর সাজঘরে ফেরেন ২৮ বলে ২৮ রান করা পোলার্ডও।
এরপর আর কেউই ম্যাচে ফিরতে পারেননি এমআই এমিরেটসকে। শেষ পর্যন্ত ১৩৬ রানে গুটিয়ে যায় তাদের ইনিংস, ফলে ৪৬ রানের বড় জয় নিশ্চিত হয় ডেজার্ট ভাইপার্সের।
এই জয়ের মাধ্যমে প্রথমবারের মতো আইএলটি-টোয়েন্টির শিরোপা জিতল ডেজার্ট ভাইপার্স। উল্লেখ্য, আগের তিন আসরে চ্যাম্পিয়ন হয়েছিল তিনটি ভিন্ন দল।