
ঢাকা টেস্টে প্রথম ইনিংসে মুশফিকুর রহিম ও লিটন দাসের সেঞ্চুরিতে প্রথম ইনিংসে ৪৭৬ রান করে বাংলাদেশ। জবাবে তাইজুল ইসলামের ঘূর্ণিতে ২৬৫ রানে গুটিয়ে গেছে আয়ারল্যান্ড। ৪ উইকেট শিকার করেছেন এই বাঁহাতি স্পিনার। এতেই বাংলাদেশের শীর্ষ টেস্ট বোলারের আসনে সাকিব আল হাসানের পাশে বসেছেন তাইজুল।
গত বছর সেপ্টেম্বরে কানপুর টেস্টে ভারতের বিপক্ষে সবশেষ টেস্ট খেলেন সাকিব। সেই ম্যাচে ৪ উইকেট নিয়েছিলেন সাবেক এই টাইগার অধিনায়ক। তারপর আর খেলেননি তিনি। সাকিবের অনুপস্থিতিতে বেশ ভালোভাবে স্পিন বোলিংয়ে নেতৃত্ব দিচ্ছেন তাইজুল।
বাংলাদেশের হয়ে শেষ ১০ ম্যাচে ৫০ উইকেট নিয়েছেন তাইজুল। শুক্রবার (২১ নভেম্বর) ঢাকা টেস্টের তৃতীয় দিনের প্রথম সেশনে সেশনের শেষ দিকে দুটি উইকেট নেন তিনি। তারপর ম্যাথু হামফ্রেসকে খালেদ আহমেদের ক্যাচ বানিয়ে আয়ারল্যান্ডকে ২৬৫ রানে গুটিয়ে দেন এই বাঁহাতি স্পিনার।
৩৫.৩ ওভারে ৬ মেডেনে ৭৬ রান দিয়ে চার উইকেট শিকার করেন তাইজুল। এতেই ৫৭ ম্যাচে তার উইকেট সংখ্যা দাঁড়াল ২৪৬। এতদিন ধরে শীর্ষ টেস্ট বোলারের তালিকায় সাকিব ছিলেন। এবার তাইজুল তার পাশে বসলেন।