
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মাঠে নেমেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আগে ব্যাট করতে দলকে দারুণ শুরু এনে দেন দুই ওপেনার সাইফ হাসান ও সৌম্য সরকার। সেঞ্চুরির আশা জাগিয়েও তা করতে ব্যর্থ হয়েছেন এই দুই ব্যাটার।
এ দিন শুরু থেকেই দুর্দান্ত ব্যাট করতে থাকেন সাইফ-সৌম্য। ওয়েস্ট ইন্ডিজের বোলারদের পাত্তা না দিয়ে শতরানের জুটি গড়েন তারা। এতে ১০ বছর পর ওয়ানডেতে ১০০ রানের ওপেনিং জুটি দেখলো মিরপুর।
সব দল মিলিয়ে ২০১৫ সালে ১১ নভেম্বরের পর মিরপুরে ওয়ানডেতে এটাই সর্বোচ্চ উদ্বোধনী জুটি। ২০১৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন বাংলাদেশের তামিম ইকবাল ও ইমরুল কায়েস।
দুর্দান্ত ব্যাটিংয়ে দুই ওপেনার সৌম্য ও সাইফ দুজনেই পেয়েছেন ফিফটি। ৪৪ বলে ওয়ানডে ক্যারিয়ারের নিজেদের প্রথম ফিফটির দেখা পান সাইফ। অন্যদিকে ৪৮ বলে ক্যারিয়ারের ১৪তম ফিফটি তুলে নেন সৌম্য।
দলীয় ১৭৬ রানে জুটি ভাঙে। ৭২ বলে ৮০ রান করে সাজঘরে ফিরে যান সাইফ। তার বিদায়ের পর পরই আউট হন সৌম্য। এতে ৯ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হন তিনি। ৮৬ বলে ৯১ রান করে ফিরে যান সৌম্য। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।