
ঢাকা জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-হংকং ম্যাচের বাণিজ্য করতে গিয়ে সাংবাদিকদের বসার স্থানও বিক্রি করে দিয়েছে। সংবাদ মাধ্যম হতবাক। কীভাবে বাফুফে কী কারণে সাংবাদিকদের বসার স্থান বিক্রি করে দিল, তা কারো বোধগম্য নয়। এ নিয়ে গতকাল তুলকালাম ঘটে গেছে। সাংবাদিকদের সঙ্গে বাজে আচরণ করেছে ওখানকার দর্শক। একটা সময় ম্যাচ কাভার করতে আসা সংবাদিকরা বাংলাদেশ-হংকং ম্যাচ বয়কটের হুমকি দেন।
ঢাকা স্টেডিয়ামের পশ্চিম প্রান্তে সাংবাদিকদের সবার স্থান। চার তলা ভবনের দ্বিতীয় তলায় বসে সাংবাদিকরা খেলা কাভার করে। আর চতুর্থ তলার ছাদে রাখা হয়েছে বাড়তি সাংবাদিকদের জন্য। যারা ম্যাচ কাভার করবেন না, সাইড স্টরি করবেন, তারা ছাদে যাবেন, ওখানে বসে খেলা দেখবেন। টিভির ক্যামেরা বসলে ওখানেই বসানো হবে। এমন পরিকল্পনা নিয়ে প্রেসবক্সের ছাদের ওপর ওভার ফ্লো করা হয়েছিল। কিন্তু বাফুফে এই ছাদটি বিক্রি করে দিয়েছে।
এর আগে ভুটান ও সিংগাপুরের বিপক্ষে ম্যাচেও বিক্রি করেছিল বলে সাংবাদিকরা গতকাল দাবি করেন। কিন্তু তখন সাংবাদিকরা প্রতিবাদ করেননি। ঘটনা ঘটেছে গতকাল। সাংবাদিকরা ওভার ফ্লো স্থানে ঢুকতে চাইলে বিশেষ নিরাপত্তাকর্মীরা প্রবেশে বাধা দেন। এক জন-দুই জন বাধা প্রাপ্ত হতে হতে বিষয়টি প্রেসবক্সে সংবাদ মহলে ছড়িয়ে যায়।
তখনই সবাই চাপা উত্তেজনায় ফেটে পড়েন। কারা বাধা দিয়েছে, কেন বাধা দিয়েছে জানতে চাইলে ওভার ফ্লো থেকে টেকনো প্রতিষ্ঠানের পরিচয়দানকারী এসে প্রথমে প্রতিবাদ করেন। তার সঙ্গে লোকজনরাও মারমুখি হন বলে সাংবাদিকদের দাবি। টেকনো প্রতিষ্ঠানের পরিয়চদানকারী ব্যক্তিটি দাবি করে তারা ৪ লাখ ২৫ হাজার টাকা দিয়ে সিট কিনেছেন। সংবাদিকরা প্রশ্ন করেন সিট কিনেছেন, কিন্তু সাংবাদিকদের ঢুকতে বাধা দিচ্ছেন কেন।
এসব কথা নিয়ে বচসা চলতে থাকে। এর মধ্যে খবর পেয়ে প্রেসবক্স ছেড়ে সব সাংবাদিক একসঙ্গে জড়ো হন। টেকনোর কর্মকর্তার কথা শুনে সাংবাদিকরা ফিরে আসেন। সাংবাদিকদের বসার স্থান ঘুরে দেখা যায় সেখানে অভিজাত পরিবারের লোকজন। এক দিনের দর্শক। তারা সারা বছর দেশের ফুটবলে দেখেন বলে মনে হলো না। তবে এই মানুষগুলো উদ্ভূত পরিস্থিতি দেখে বিব্রত হয়েছেন।