
বাংলাদেশের লক্ষ্যটা ছিল মাত্র ১৩৬ রান। আধুনিক টি-টোয়েন্টির যুগে এই রানটা মামুলিই। কিন্তু বাংলাদেশের জন্য এই রানকেই পাহাড়সম করে তুলল পাকিস্তানি বোলাররা।
ইনিংসের অর্ধেক খেলা শেষে বাংলাদেশের সংগ্রহ ৪ উইকেটে ৫৮ রান। অর্থাৎ বাকী ৬০ বলে বাংলাদেশের প্রয়োজন ৭৮ রান। ফাইনালে উঠার এই গুরুত্ত্বপূর্ণ ম্যাচে ব্যর্থ টাইগার টপ অর্ডার। অপেনার সাইফ হাসান ১৫ বলে ১৮ রান করলেও পারভেজ ইমন ফিরেন শূন্য হাতে। আর তাওহিদ করেন ১০ বলে ৫ রান।
আজ একটু ওপরে ব্যাট করার সুযোগ পেলেও তা কাজে লাগাতে পারেনি শেখ মেহেদি। ১ ছক্কায় ১০ বলে ১১ রান করে ফিরেন তিনি। আর তাতেই ৪৪ রানে ৪ উইকেট হারিয়ে ধুকতে থাকে বাংলাদেশ। এখন ইনিংস মেরামতে কাজ করছে আজকের ম্যাচে সুযোগ পেয়ে প্রথম বলে ছক্কা হাকানো নুরুল হাসান সোহান। তাকে সঙ্গ দিচ্ছেন শামীম হোসেন।
পাকিস্তানের পক্ষে ২ উইকেট নেন শাহীন শাহ আফ্রিদি, হারিস রউফ আর মোহাম্মদ নেওয়াজ নেন ১ টি করে উইকেট।