
১৫২ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় দারুণ শুরু করেছিল বাংলাদেশ। ১১ ওভার ৩ বলে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে ১০৯ রান জমা পড়ে। তখন জয়ের জন্য প্রয়োজন ছিল মাত্র ৪৩ রান, হাতে ১০ উইকেট।
এমন অবস্থা থেকে ম্যাচ হারার নজির টি-টোয়েন্টি ইতিহাসেই বিরল। অথচ আফগানিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সেই লজ্জার দিকেই এগিয়ে যাচ্ছিল বাংলাদেশ।
শুরুর দারুণ ভিত্তির পর হঠাৎই বিপর্যয় নামে। একের পর এক উইকেট হারিয়ে ম্যাচটা জটিল করে ফেলে টাইগাররা। শেষদিকে যখন চাপ চরমে, তখন দৃঢ়তার সঙ্গে এগিয়ে আসেন রিশাদ হোসেন ও নুরুল হাসান সোহান। দুজনের ১৮ বলে গড়া ৩৫ রানের জুটি বাংলাদেশের সম্ভাব্য বিপর্যয় ঠেকায় এবং দলকে এনে দেয় কাঙ্ক্ষিত জয়।
শেষ পর্যন্ত বাংলাদেশ ম্যাচটি জেতে ৮ বল এবং ৪ উইকেট হাতে রেখেই।