
২৬ ডিসেম্বর সিলেট পর্ব দিয়ে শুরু হওয়ার কথা ছিল ২০২৬ বিপিএল। তবে তা এখন আর হচ্ছে না। সিলেটের পরিবর্তে বরাবরের মতো ঢাকা পর্ব দিয়েও মাঠে গড়াবে বিপিএলের দ্বাদশ আসর। টুর্নামেন্ট শুরুর আগেই দেশের ক্রিকেটে সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে নিয়ে শুরু হয়েছে বিতর্ক। সংক্ষিপ্ত খেলোয়াড়দের তালিকায় থাকার পরও নিলামের ২৪ ঘণ্টা আগে ৭ জন ক্রিকেটারের নাম প্রত্যাহার করে বিসিবি।
বিপিএল গভার্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুর দাবি, বিপিএলের গেল আসরের ফিক্সিংয়ের সঙ্গে যুক্ত থাকার সন্দেহে অ্যালেক্স মার্শালের পরামর্শে ৭ ক্রিকেটারের নাম তুলে নেওয়া হয়েছে। কারণ, টুর্নামেন্ট নিয়ে কোনো ঝুঁকি নিতে চান না তারা। যদিও প্রমাণ না পাওয়া পর্যন্ত তাদের দোষী মানতে রাজি নন তারা।
ইফতেখার বলেছিলেন, আমরা বলে দিচ্ছি না তারা দোষী। প্রতিবেদনটা আমরা আবার আমাদের ইন্টিগ্রিটি ইউনিটকে দিয়েছি, অ্যালেক্স মার্শারের মতো অভিজ্ঞ লোক কাজ করেছে। আমি সন্দেহ করছি বা যারা রেড ফ্ল্যাগ হচ্ছে তাদের নিয়ে উপায়টা কী বলেন? আমি যদি তাদের খেলতেও দিই তাহলেও ব্যাড সিগন্যাল যাচ্ছে। সুতরাং আমরা সিদ্ধান্ত নিয়েছি। তবে নিলাম থেকে নাম প্রত্যাহার করা এবং প্রমাণ ছাড়া কাউকে এমন শাস্তি দেওয়া যেন কিছুতে মানতে পারছেন না এনামুল হক বিজয়। যার কারণে আইনি পথে হাঁটছেন এই ব্যাটার। যেতে চান সর্বোচ্চ পর্যায়ে।
গতকাল দুপুরে বিসিবিতে এসেছেন বিজয়। বিসিবিতে পাঠিছেন লিগ্যাল নোটিশ। এই বিষয়ে আজ তার উকিল বিস্তারিত জানাবেন বলে জানিয়েছেন বিজয়। বলেন, ‘বিসিবিতে আমি একটি লিগ্যাল নোটিশ পাঠিয়েছি বিপিএল গভর্নিং কাউন্সিল প্রেসিডেন্ট ও উপদেষ্টা বরাবর। সেটার জন্যই আজ বিসিবিতে আসা। বিসিবি গ্রহণ করেছে। আমার আইনজীবীর নম্বর দেওয়া আছে, আপনাদের কোনো কথা থাকলে অবশ্যই তাকে জিজ্ঞেস করবেন। আশা করি, কাল (আজ) উনি একটা প্রেস ব্রিফিং দিবেন। যা বলার আমার আইনজীবী বলবে। সর্বোচ্চ পর্যায়ে যাব ইনশাআল্লাহ।’
তার আগে রোববার রাতে এক ভিডিও বার্তায় স্বাধীন তদন্ত কমিটির প্রধান অ্যালেক্স মার্শাল নিলামের আগে ৭ ক্রিকেটারের নাম তুলে নেওয়ার বিষয়ে বলেন, ‘অতীতের বিভিন্ন সমস্যার বেশির ভাগই স্বাধীন তদন্ত কমিটির বিস্তৃত প্রতিবেদনে তুলে ধরা হয়েছিল। সেগুলোর পরিপ্রেক্ষিতে বোর্ড সভাপতি সম্প্রতি এই (ইন্টিগ্রেটি) ইউনিটটি গঠন করেছেন। বিপিএল সামনে রেখে আমি গভর্নিং কাউন্সিলকে কিছু ব্যক্তির বিষয়ে পরামর্শ দিয়েছি, যাদের এই বছরের আসরে আমন্ত্রণ না জানানোটাই সমীচীন হবে। এটা অনেক প্রতিরক্ষামূলক পদক্ষেপের মধ্যে মাত্র একটি।’ বিজয় ছাড়াও বিপিএলের ড্রাফট থেকে বাদ পড়া বাকি ক্রিকেটাররা হলেন মোসাদ্দেক হোসেন, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ উজ্জামান, সানজামুল ইসলাম ও শফিউল ইসলাম।