
জেমস বন্ড ফ্র্যাঞ্চাইজির প্রথম চলচ্চিত্র ‘ডক্টর নো’ মুক্তি পায় ১৯৬২ সালের ৫ অক্টোবর। আর মুক্তির দিনকে স্মরণে রেখে প্রতিবছর ৫ অক্টোবর উদ্যাপন করা হয় ‘জেমস বন্ড ডে’। দিনটি উপলক্ষে এ বছর ওটিটি প্ল্যাটফর্ম অ্যামাজন প্রাইম ভিডিও তাদের ওয়েবসাইটে বেশ কয়েকটি নতুন পোস্টার প্রকাশ করে।
কিন্তু প্রকাশের পরপরই পোস্টারগুলো নিয়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কারণ প্রকাশ করা ‘জেমসবন্ড’র পোস্টারে মুছে দেয়া হয়েছিলো নায়কের হাতে থাকা পিস্তল। ভক্তদের দাবি, পিস্তল ছাড়া জেমস বন্ড যেন অস্ত্রহীন সৈনিক। ‘পিস্তলহীন’ গুপ্তচর বেমানান হওয়ায় ভক্তসহ তারকারাও ক্ষোভ প্রকাশ করতে শুরু করেন সোশ্যাল মিডিয়ায়।
ব্রিটিশ লেখক স্কট ম্যাকক্রি মন্তব্য করেন এটি ‘সাংস্কৃতিক ধ্বংসযজ্ঞ’। অভিনেতা রুফাস জোন্স রসিকতা করে টুইট করেন, ‘অ্যামাজন বন্ড পোস্টার থেকে পিস্তল সরিয়ে দিয়েছে। দেখে মনে হচ্ছে, শন কনেরি আর পিয়ার্স ব্রসনান কেউই খুশি নন।’
বিতর্ক বাড়তে থাকায় অবশেষে অ্যামাজন প্রাইম ভিডিও পোস্টারগুলো সরিয়ে নেয়। তবে কেন পিস্তল সরিয়ে দেওয়া হয়েছিল, সে বিষয়ে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়া হয়নি।