
সম্প্রতি ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না তাওহিদ হৃদয়ের। তবে এশিয়া কাপে হংকংয়ের বিপক্ষে রান পেলেও তা ছিল ধীরগতির। যা নিয়ে হয়েছিলে সমালোচনা। তবে গুরুত্বপূর্ণ সময়ে ঠিকই জ্বলে উঠেছেন এই ব্যাটার।
এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এ দিন ৩৭ বলে ৫৮ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন হৃদয়। ৪টি চারের সঙ্গে দুটি ছক্কা হাঁকান তিনি। ম্যাচ শেষে সৃষ্টিকর্তার প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে হৃদয় লিখেছেন, ‘চেষ্টা সবসময়ই থাকে, তবে ভাগ্য এবং রিজিক হয়তো সবসময় একরকম থাকে না। বাংলাদেশের জন্য খেলি, নিজের সর্বোচ্চ এবং সর্বশেষটুকু দিয়ে হলেও মাঠে লড়াই করতে তাই প্রতিজ্ঞাবদ্ধ।’
নিজের কঠিন সময়ে ছন্দময় ইনিংসের জন্য সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করন হৃদয়। তিনি লেখেন, ‘আল্লাহপাকের দরবারে শুকরিয়া সব খারাপ এবং ভালোর জন্য।’