
রাশিয়াকে উসকানি দিলে ইউরোপকে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পারমাণবিক অস্ত্র ইস্যুতেও কড়া বার্তা দেন তিনি। একই সঙ্গে ইউক্রেনকে যুক্তরাষ্ট্রের অস্ত্রসহায়তা এবং রাশিয়া প্রসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যেরও সমালোচনা করেন পুতিন।
এছাড়া সতর্ক করে তিনি বলেন, মস্কোর জ্বালানি সরবরাহ বন্ধ হলে বিশ্ববাজারে তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে যেতে পারে। রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় সাগরপাড়ের শহর সোচিতে পররাষ্ট্রনীতি বিষয়ক এক ফোরামে এমন কড়া বার্তা দেন পুতিন।
সব ন্যাটো দেশই এখন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হতে প্রস্তুতি নিচ্ছে বলে অভিযোগ করে প্রেসিডেন্ট পুতিন বলেন, আমরা ইউরোপের ক্রমবর্ধমান সামরিকীকরণের ওপর নিবিড়ভাবে নজর রাখছি। আমরা শুনতে পাচ্ছি, তারা জার্মানির সেনাবাহিনীকে আবারও ইউরোপের সবচেয়ে শক্তিশালী করতে চাইছে। এসব ঘটনা আমরা উপেক্ষা করতে পারি না। যদি কেউ সামরিক ক্ষেত্রে আমাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চায়, তাহলে আমরা বসে থাকব না।’ গত মাসে রাশিয়াকে ‘পেপার টাইগার’ বলে আখ্যা দেওয়ায় এদিন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দিকে পালটা প্রশ্ন ছুড়লেন পুতিন। পাশাপাশি যুক্তরাষ্ট্র যদি ইউক্রেনকে টমাহক ক্ষেপণাস্ত্র সরবরাহ করলে ভয়াবহ মাত্রায় নতুন এক উত্তেজনার অশুভ সূচনা হবে বলেও সতর্ক করেছেন তিনি। —সিএনএন ও রয়টার্স